বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ ইসলামি শক্তিকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

খুলনায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা নগরীর ছোট মির্জাপুরের একটি অফিসকক্ষে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে গতকাল রাতে খুলনা থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন।

গতকাল দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, গত ১০ মে ফেসবুকে ওই তরুণীর ছবি অন্য কেউ শেয়ার করে। এর প্রতিকার নিয়ে কথা বলতে মঞ্জুরুল হাসানের কাছে গিয়েছিলেন ওই তরুণী। এরপর ওই সমস্যা নিয়ে মোবাইলে তাদের মধ্যে কথা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন বলেন, রোববার ওই সমস্যা নিয়ে মঞ্জুরুল হাসানের সঙ্গে দেখা করলে মঞ্জুরুল হাসান সমাধানের আশ্বাস দিয়ে তাকে মটরসাইকেলে করে ছোট মির্জাপুরের ওই অফিসে নিয়ে যান। এরপর তাকে সেখানে ধর্ষণ করেন। পরে মেয়েটি ৯৯৯ নম্বরে ফোন করে খবরটি জানানোর পর পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে পিবিআই কর্মকর্তা মেয়েটিকে ছোট মির্জাপুরের এক অফিসে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ