বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ সফর শেষে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মাওলানা ফজলুর রহমান ৫ দফা বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে, ৩০ নভেম্বর থেকে বিভাগীয় কর্মসূচি: আটদল  ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি বিএনপির পাক-আফগান নিজেদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না: খাজা আসিফ হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনলো সৌদি আরব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব শিশু দিবস: শীতকালে শিশুদের স্বাস্থ্য রক্ষা ও সুস্থতা নিশ্চিত করার উপায় গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ 

জামিয়া মোহাম্মাদিয়া নূরুল কোরআন মাদরাসা ও এতিমখানা আদর্শ ছাত্র গড়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া মোহাম্মাদিয়া নূরুল কোরআন মাদরাসা ও এতিমখানা আদর্শ ছাত্র গড়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

রাজধানীর মিরপুরস্হ উত্তর পীরেরবাগের জামিয়া মোহাম্মাদিয়া নূরুল কোরআন মাদরাসা। এই মাদরাসাটি নিজস্ব ভবনে সার্বক্ষণিক সি.সি. ক্যামেরায় মনিটরিং এবং ২৪ ঘন্টা অভিজ্ঞ শিক্ষকদের তত্বাবধায়ন ও পর্যবেক্ষণের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ফলে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় মেধাতালিকা অর্জনের হার ছিল ৬০ থেকে ৭০%। এবছর আরো উন্নতি হয়েছে। চলতি বছরে বোর্ডে মেধাতালিকার হার নিম্নরুপ।

জামাতে নাহবেমীর ২০২১–২২ সালের বেফাক পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৪ জন। চারজনই মুমতাজ হয়েছেন। আর মেধাতালিকায় আছে ৩ জন।

জামাতে তাইসীরে ২০২১–২২ সালের বেফাক পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৪ জন। চারজনই মুমতাজ হয়েছেন। আর মেধাতালিকায় আছে ৩ জন।

হিফজ বিভাগে মোট পরীক্ষা দিয়েছেন ১২ জন। মুমতাজ হয়েছে ৭ জন। মেধাতালিকায় আছে ২জন।

আরো যে বিভাগগুলো রয়েছে
* ১ বছরে ইফতা ও ১ বছরে উর্দু ও তাইসীর সহ কাফিয়া পর্যন্ত, হিফজ ও মক্তবসহ সকল বিভাগে ভর্তি চলছে।
* ভর্তি চলবে আগামী ২২/০৫/২০২২ পর্যন্ত।

বিঃদ্রঃ খতমী ছাত্রদের জন্য আলাদা রিভিশন বিভাগ রয়েছে। যেখানে এক বছরে পূর্ণ কোরআন শরীফ ইয়াদ করিয়ে বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়।

যাতায়াত
যে কোনো স্হান থেকে মিরপুরের বাসে শেওড়াপাড়া বাস স্ট্যান্ড নেমে রিক্সায় উত্তর পীরেরবাগ, কামালের মোড়, নূরুল কোরআন মাদরাসা ও এতিমখানা।

যোগাযোগ-মুফতি নুরুজ্জামান কাসেমী 01922–524068, 01687–924771,
ঠিকানা: ৫৪/৫/১,এ, উত্তর পীরেরবাগ, মিরপুর-২, ঢাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ