বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৩ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

জামিয়া মোহাম্মাদিয়া নূরুল কোরআন মাদরাসা ও এতিমখানা আদর্শ ছাত্র গড়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া মোহাম্মাদিয়া নূরুল কোরআন মাদরাসা ও এতিমখানা আদর্শ ছাত্র গড়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

রাজধানীর মিরপুরস্হ উত্তর পীরেরবাগের জামিয়া মোহাম্মাদিয়া নূরুল কোরআন মাদরাসা। এই মাদরাসাটি নিজস্ব ভবনে সার্বক্ষণিক সি.সি. ক্যামেরায় মনিটরিং এবং ২৪ ঘন্টা অভিজ্ঞ শিক্ষকদের তত্বাবধায়ন ও পর্যবেক্ষণের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ফলে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় মেধাতালিকা অর্জনের হার ছিল ৬০ থেকে ৭০%। এবছর আরো উন্নতি হয়েছে। চলতি বছরে বোর্ডে মেধাতালিকার হার নিম্নরুপ।

জামাতে নাহবেমীর ২০২১–২২ সালের বেফাক পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৪ জন। চারজনই মুমতাজ হয়েছেন। আর মেধাতালিকায় আছে ৩ জন।

জামাতে তাইসীরে ২০২১–২২ সালের বেফাক পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৪ জন। চারজনই মুমতাজ হয়েছেন। আর মেধাতালিকায় আছে ৩ জন।

হিফজ বিভাগে মোট পরীক্ষা দিয়েছেন ১২ জন। মুমতাজ হয়েছে ৭ জন। মেধাতালিকায় আছে ২জন।

আরো যে বিভাগগুলো রয়েছে
* ১ বছরে ইফতা ও ১ বছরে উর্দু ও তাইসীর সহ কাফিয়া পর্যন্ত, হিফজ ও মক্তবসহ সকল বিভাগে ভর্তি চলছে।
* ভর্তি চলবে আগামী ২২/০৫/২০২২ পর্যন্ত।

বিঃদ্রঃ খতমী ছাত্রদের জন্য আলাদা রিভিশন বিভাগ রয়েছে। যেখানে এক বছরে পূর্ণ কোরআন শরীফ ইয়াদ করিয়ে বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়।

যাতায়াত
যে কোনো স্হান থেকে মিরপুরের বাসে শেওড়াপাড়া বাস স্ট্যান্ড নেমে রিক্সায় উত্তর পীরেরবাগ, কামালের মোড়, নূরুল কোরআন মাদরাসা ও এতিমখানা।

যোগাযোগ-মুফতি নুরুজ্জামান কাসেমী 01922–524068, 01687–924771,
ঠিকানা: ৫৪/৫/১,এ, উত্তর পীরেরবাগ, মিরপুর-২, ঢাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ