বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ।। ১৮ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামিয়া গহরপুরে শিক্ষকতার পাঁচ দশক পূর্তিতে দুই শিক্ষকের সম্মাননা বৃহস্পতিবার পুঁজিবাদের বিপরীতে ইসলাম নারীর প্রতি পরিপূর্ণ সম্মানের কথা বলে: খামেনি বন্দরে কর্কশিট কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ৫৪ দম্পতির গণবিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা নবাগত ইউএনওর সঙ্গে হাতপাখার প্রার্থী সাকীর শুভেচ্ছা বিনিময় প্রাথমিকে শাটডাউন, শিক্ষকদের ছাড়াই পরীক্ষা দিলো শিশুরা সার্টিফিকেটের স্বীকৃতি: কওমি মুরব্বিদের প্রতি একটি নিবেদন বিশ্ব প্রতিবন্ধী দিবস: শীতকালে প্রতিবন্ধীদের চ্যালেঞ্জ ও সমাধানের দিকনির্দেশনা নবাবগঞ্জে আগুনে পুড়েছে ১১ বাড়ি, নিহত ১

জামিয়া মোহাম্মাদিয়া নূরুল কোরআন মাদরাসা ও এতিমখানা আদর্শ ছাত্র গড়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া মোহাম্মাদিয়া নূরুল কোরআন মাদরাসা ও এতিমখানা আদর্শ ছাত্র গড়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

রাজধানীর মিরপুরস্হ উত্তর পীরেরবাগের জামিয়া মোহাম্মাদিয়া নূরুল কোরআন মাদরাসা। এই মাদরাসাটি নিজস্ব ভবনে সার্বক্ষণিক সি.সি. ক্যামেরায় মনিটরিং এবং ২৪ ঘন্টা অভিজ্ঞ শিক্ষকদের তত্বাবধায়ন ও পর্যবেক্ষণের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ফলে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় মেধাতালিকা অর্জনের হার ছিল ৬০ থেকে ৭০%। এবছর আরো উন্নতি হয়েছে। চলতি বছরে বোর্ডে মেধাতালিকার হার নিম্নরুপ।

জামাতে নাহবেমীর ২০২১–২২ সালের বেফাক পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৪ জন। চারজনই মুমতাজ হয়েছেন। আর মেধাতালিকায় আছে ৩ জন।

জামাতে তাইসীরে ২০২১–২২ সালের বেফাক পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৪ জন। চারজনই মুমতাজ হয়েছেন। আর মেধাতালিকায় আছে ৩ জন।

হিফজ বিভাগে মোট পরীক্ষা দিয়েছেন ১২ জন। মুমতাজ হয়েছে ৭ জন। মেধাতালিকায় আছে ২জন।

আরো যে বিভাগগুলো রয়েছে
* ১ বছরে ইফতা ও ১ বছরে উর্দু ও তাইসীর সহ কাফিয়া পর্যন্ত, হিফজ ও মক্তবসহ সকল বিভাগে ভর্তি চলছে।
* ভর্তি চলবে আগামী ২২/০৫/২০২২ পর্যন্ত।

বিঃদ্রঃ খতমী ছাত্রদের জন্য আলাদা রিভিশন বিভাগ রয়েছে। যেখানে এক বছরে পূর্ণ কোরআন শরীফ ইয়াদ করিয়ে বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়।

যাতায়াত
যে কোনো স্হান থেকে মিরপুরের বাসে শেওড়াপাড়া বাস স্ট্যান্ড নেমে রিক্সায় উত্তর পীরেরবাগ, কামালের মোড়, নূরুল কোরআন মাদরাসা ও এতিমখানা।

যোগাযোগ-মুফতি নুরুজ্জামান কাসেমী 01922–524068, 01687–924771,
ঠিকানা: ৫৪/৫/১,এ, উত্তর পীরেরবাগ, মিরপুর-২, ঢাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ