মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

যমুনা সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (৭ মে) রাতে যমুনা সার কারখানার রসায়ন বিভাগের প্রধান আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সন্ধ্যায় ওই ইউনিয়নের তারাকান্দিতে এ ঘটনায় ঘটে। পরে প্রতিষ্ঠানের নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, শনিবার বিকেল সাড়ে ৫টায় যমুনা সার কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

কারখানার রসায়ন বিভাগের প্রধান আব্দুল হাকিম বলেন, শনিবার বিকেলে যমুনা সারকারখার ভেসেলে হঠাৎ করে লিকেজ দেখা দেয়। এ সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় কারখানার কর্তৃপক্ষ। এ সময় সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভেসেলের লিকেজ সারিয়ে খুব দ্রুত উৎপাদনে ফেরা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ