বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৪৪৯ যাত্রীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে আন্তঃনগর ট্রেন থামিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৪৪৯ যাত্রীর কাছ থেকে এক লাখ ১৩ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনে পরিচালিত ওই অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শত্তকত জামিল মহসিন। এ সময় তাকে সহায়তা করেন রেলওয়ে থানা পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, সকাল ১০টা থেকে ২০ টিকিট চেকার ও দুই পরিদর্শকের একটি দল ভৈরব রেলস্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেন থামিয়ে বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের চিহ্নিত করে ট্রেন থেকে নামিয়ে জরিমানাসহ ভাড়া আদায় করেন। বিকেল ৪টা পর্যন্ত ৪৪৯ যাত্রীকে জরিমানা করা হয়। আদায় করা হয় এক লাখ ১৩ হাজার টাকা।

ভৈরব স্টেশন মাস্টার মো. নুরুনন্নবী জানান, গত দুই বছর করোনার কারণে দাঁড়িয়ে ট্রেন ভ্রমণ নিষিদ্ধ ছিল। তবে পরিবেশ স্বাভাবিক হওয়ায় ঈদ উপলক্ষে আবারও দাঁড়িয়ে ভ্রমণের অনুমতি দেন রেল কর্তৃপক্ষ। এতে করে ট্রেনে যাত্রীর চাপ বাড়ে কয়েক গুণ। তাই যাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে এই অভিযান। ১৪টি আন্তঃনগর ট্রেনে এ অভিযান চালানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ