বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, প্রতিহত করা হবে: মাওলানা ইউসুফী বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা: ইসলামী আন্দোলন

মুম্বইয়ের অনেক মসজিদে আজ ফজরের আজান লাউডস্পিকারে হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজ ঠাকরের হুমকির পর আজ বুধবার সকালে মুম্বই ও এর আশপাশের মসজিদগুলোতে ফজরের আযানে লাউডস্পিকার বা মাইক ব্যবহার করা হয়নি।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ( এমএনএস) প্রধান রাজ ঠাকরে এর আগে হুমকি দেন, মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা হলে এর বাইরে তিনি হনুমান চল্লিশা বাজাবেন লাউডস্পিকারে। এর প্রেক্ষিতে মসজিদে আযানে লাউডস্পিকার ব্যবহার করেননি মুসলিমরা। মসজিদ ট্রাস্টির সাথে পুলিশ বৈঠক করেছে। এ সময় মসজিদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আযানে লাউডস্পিকার ব্যবহার করবে না।

পানভেল থেকে এমএনএসের এক নেতা ভিডিও শেয়ার করেছেন। এতে বলা হয়েছে, তারা হনুমান চল্লিশা বাজানোর জন্য প্রস্তুত। কিন্তু মুসলিমরা লাউস্পিকারে আযান না দেয়ায় তারা এখনও তা করেনি।

উদ্ভূত পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার কোন ঝুকি না নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিয়েছে। পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। তাদেরকে মোতায়েন করা হয়েছে স্পর্শকাতর স্থানগুলোতে।

দুদিন আগে উস্কানিমূলক বক্তব্য দেয়ার কারণে রাজ ঠাকরের বিরুদ্ধে আওরঙ্গবাদ পুলিশ মামলা করেছে। তাকে নোটিশ দিয়েছে মুম্বই পুলিশ।

আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে এতে।
ওদিকে বুধবার সন্ধ্যায় পরিকল্পনা সম্পর্কে টিইট করেছেন রাজ ঠাকরে। এতে তিনি বলেছেন, সব হিন্দুর প্রতি আমার আহ্বান। যদি বুধবার ৪ঠা মে লাউডস্পিকারে আযান শুনতে পান, তবে ওইসব স্থানে লাউডস্পিকারে হনুমান চল্লিশা বাজান। তাহলেই তারা এর মর্ম বুঝতে পারবে।

অন্যদিকে এমএনএসকে বিজেপির বি-টিম বলে আখ্যায়িত করেছে রাজ্যে ক্ষমতাসীন শিব সেনা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ