মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

নীলফামারীর শব্দীগঞ্জে জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলবন্দরের শব্দীগঞ্জ ঈদগা মাঠে জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ১০টায়।

করোনাভাইরাসের কারণে গত দুই বছর ঈদগা মাঠে ঈদের নামাজ হয়নি। এবার ঈদগা মাঠে নামাজ আদায় করতে পেরে আনন্দে আত্মহারা এই ঈদগাহের মুসল্লিরা।

এতে ইমামতি করেছেন মাওলানা মো. তাসলিম উদ্দিন। তিনি প্রায় টানা ৩০ বছরের বেশি সময় ধরে এই ঈদগাহে ঈদের নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

শব্দিগঞ্জ এলাকার এই ময়দানে ডোমার উপজেলার ৫ ইউনিয়ন এবং পাশ্ববর্তী পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের ১৮টি জামাতসহ ৭৫টি জামাতের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

ময়দান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭১২সালে এই ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির উপর ময়দানটি সম্প্রসারণ ঘটেছে। ময়দানের ৭৬টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা। প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় পাঁচ’শ জন।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার ইসলাম রিয়াদ বলেন, ঈদগাঁহ ময়দানে দুই বছর নামাজ আদায় করতে পারিনি। ময়দানে নামাজ আদায় করার মজা আলাদা। করোনা কাটিয়ে এবার শব্দিগঞ্জ ঈদগায়ে ঈদের নামাজ হলো এ জন্য এলাকার মানুষ খুবই খুশি।

স্থানীয় আরেক বাসিন্দা সাজিদুল ইসলাম বলেন, গত দুই বছর এই ঈদগাহে নামাজ আদায় করতে পারিনি। এবার বিধি-নিষেধ না থাকায় বৃহত্তর এই মাঠে নামাজের সুযোগ হল। খুব ভাল লাগছে।

তিনি বলেন, এই ঈদগাহ মাঠের মাওলানা মো. তাসলিম উদ্দিন আমাদের অনেক প্রিয় মানুষ। অনেক দিন পর তার বয়ান শুনতে পেয়ে অনেক ভাল লাগছে। আশা করি এখন থেকে আবার নিয়মিত এখানে  ঈদের নামাজ আদায় করতে পারবো।

শব্দিগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. মাজেদুল ইসলাম জানান, এখানে নামাজ আদায় করতে দূর-দুরান্ত থেকে মুসল্লিরা আসেন। বিভিন্ন জেলা থেকেও আসেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারী জেলায় আর হয় না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ