বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, প্রতিহত করা হবে: মাওলানা ইউসুফী বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা: ইসলামী আন্দোলন

এবার তাজমহলে শিবলিঙ্গ স্থাপনের অদ্ভুত ঘোষণা সন্ন্যাসীর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোগল সম্রাট শাহজাহানের নির্মিত তাজমহল বাস্তবে কোনো সমাধিসৌধ নয়, বরং এটি একসময় শিব মন্দির ছিল দাবি করে সেখানে শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের এক সন্ন্যাসী।

আগামী ৫ মে বিশ্বঐতিহ্য স্বীকৃত স্থাপনাটিতে শিবলিঙ্গ স্থাপনে পশ্চিম পাশের গেটে সব অনুসারীকে সমবেত হতে নির্দেশ দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমধ্যমগুলো জানিয়েছে, অযোধ্যার ছাবনি এলাকার ওই সন্ন্যাসীর নাম জগৎগুরু পরমহংস আচার্য মহারাজ। কিন্তু হঠাৎ তাজমহলে তিনি শিবলিঙ্গ স্থাপন করতে চাচ্ছেন কেন?

জানা গেছে, সম্প্রতি তাজমহলে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল পরমহংস আচার্য মহারাজকে। তিন শিষ্যকে নিয়ে তাজমহল ঢুকতে চাইলে তাদের পথ আটকায় নিরাপত্তারক্ষীরা। সেখানে নিযুক্ত আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তাদের নির্দেশেই এই সন্ন্যাসীকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

মহারাজের দাবি, গেরুয়া বসন পরে থাকার জন্যই তাদের বাধা দেয় কর্তৃপক্ষ। আর তার জেরেই ক্ষুব্ধ এ সন্ন্যাসী তাজমহলে শিবলিঙ্গ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, তাজমহলের আসল নাম তেজো মহালয়, যা ছিল একটা শিব মন্দির। পরে মোগলরা এটিকে তাজমহল বলা শুরু করে।

তবে গত ২৭ এপ্রিলের সেই ঘটনা প্রসঙ্গে পুরাতত্ত্ববিদ রাজকুমার প্যাটেল বলেছেন, ওই সন্ন্যাসীর হাতে একটি ধাতব ধর্মদণ্ড ছিল। সেটি দেখেই নিরাপত্তরক্ষীরা তার পথ আটকায়। তাকে ধর্মদণ্ডটি রেখে ভেতরে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেই শর্ত মানতে রাজি হননি।

এই বিতর্কের মধ্যে সন্ন্যাসী মহারাজের তাজমহল প্রাঙ্গণে শিবলিঙ্গ স্থাপনের হুঁশিয়ারি আলোড়ন তৈরি করেছে গোটা ভারতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এই সময়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ