বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, প্রতিহত করা হবে: মাওলানা ইউসুফী বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা: ইসলামী আন্দোলন

কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরার তালায় মেধাবী কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময়কে বিবস্ত্র করে তার চুল কেটে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের পাঁচজনের নামে মামলা হয়েছে।

এ মামলার প্রধান আসামি হয়েছেন তালা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আকিব ও ছাত্রলীগ নেতা সৌমিত্র।

তালা থানার পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে মামলাটি রেকর্ড করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

স্থানীয় সূত্র জানায়, জিপিএ-৫ পেয়ে সদ্য এসএসসি পাশ করা এইচএসসি প্রথম বর্ষের ছাত্র তালা উপজেলার জাতপুর গ্রামের শোয়েব আজিজ তন্ময়কে রোববার সন্ধ্যায় তার কয়েকজন পরিচিত বন্ধু মোবাইল ফোনে ডেকে নেয়। পরে তাকে তালার সরকারি কলেজের হোস্টেলের একটি কক্ষে নিয়ে তাকে বিবস্ত্র করা হয়।

এ সময় তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে সৈয়দ আকিব ও সৌমিত্রসহ ৫ জন। তারা দীর্ঘক্ষণ ধরে আটকে রেখে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে এই চাঁদার টাকা নিয়ে চাপাচাপি করতে থাকে। খবর পেয়ে তন্ময়ের স্বজনরা তাকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করে আনেন।

তন্ময়ের বাবা শেখ আজিজুর রহমান তার মামলায় এসব অভিযোগ তুলে ধরে জড়িতদের বিচার দাবি করেছেন। এ ঘটনা নিয়ে তালা এলাকায় শুরু হয়েছে তোলপাড়। ছাত্রলীগের সেই সব ক্যাডাররা এরই মধ্যে গা-ঢাকা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি মেয়ের সঙ্গে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে এ নির্যাতনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আমরা আসামি ধরার চেষ্টা করছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ