বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, প্রতিহত করা হবে: মাওলানা ইউসুফী বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা: ইসলামী আন্দোলন

আঞ্চলিক উত্তেজনা কমাতে বাগদাদে ইরান-সৌদি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আঞ্চলিক উত্তেজনা কমাতে প্রতিবেশী সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে। মধ্যপ্রাচ্যে প্রধান আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরব পঞ্চমবারের মতো বৈঠকে বসেছে।

আজ রোববার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুরো মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরব একে অপরের বিরোধী দলগুলোকে সমর্থন দিয়ে থাকে। যেমন, ইয়েমেন সরকারকে সমর্থন দেয় সৌদি আরব, অন্যদিকে, সেখানে সরকারবিরোধী হুতিদের সমর্থন দেয় ইরান।

এতে আরও বলা হয়, ইরানের শীর্ষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এক বার্তা সংস্থা জানিয়েছে, ৬ সপ্তাহের বেশি সময় বিরতির পর ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে বৈঠক শুরু হয়েছে।

ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে সংক্ষেপে বলেছেন, ‘গত বৃহস্পতিবার বাগদাদে এই আলোচনা শুরু হয়েছে।’

প্রতিবেদন মতে, গত বছরের এপ্রিলে দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হয়। গত ১৩ মার্চ ইরান কোনো কারণ না দেখিয়েই আলোচনা ‘সাময়িকভাবে স্থগিত’ করে দেয়।

গতকাল শনিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা নূর নিউজ টুইটার পোস্টে জানায়, ‘বাগদাদে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে ইতিবাচক পরিবেশে আলোচনা শুরু হয়েছে।’

এতে আরও বলা হয়, বৈঠকে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ‘আশার আলো’ দেখা গেছে। সৌদি আরব প্রখ্যাত শিয়া নেতার মৃত্যুদণ্ড দেওয়ায় তেহরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালালে ২০১৬ সালে তাদের কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ে।

নূর নিউজ আরও জানায়, দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা ‘অদূর ভবিষ্যতে’ বৈঠকে বসবেন। তবে, ইরান ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ