বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ট্রেন ইঞ্জিন বিকল (লাইনচ্যুত) হওয়ার প্রায় দশ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনায় কবলিত (লাইনচ্যুত) বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন উদ্ধারের পর বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার বিকেল ৬টার দিকে বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি স্প্রিং খুলে পড়ে ও লাইনচ্যুত হয়ে এ রেল পথে প্রায় ১০ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

একদিকে ২ নম্বর প্ল্যাটফর্মে বগি আটকে পড়ে অন্যদিকে ইঞ্জিন ঘুরাতে গিয়ে আউটার সিগন্যালের কাছে ১ নম্বর লাইনে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে দুই দিক থেকেই রেলপথ বন্ধ হয়ে পড়ে।

এ সময় আশপাশের বিভিন্ন স্টেশনে যাত্রী নিয়ে বেশ কটি ট্রেন আটকা পড়েছিল। এতে নানা বয়সী যাত্রী চরম ভোগান্তিতে পড়ে। পরে খবর পেয়ে রাতেই উদ্ধার ট্রেন (রিলিফ) এ সে উদ্ধার কাজে যোগ দেয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানিয়েছেন, লাইনচ্যুত হয়ে বিকল হয়ে পড়া বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশন ছাড়ে ভোর চারটার কাছাকাছি সময়ে। এদিকে এ ট্রেন উদ্ধারের পরপরই বিভিন্ন স্টেশনে আটকে পড়ে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে ছাড়তে থাকে।

এদিকে আটকা ছিল রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে নমুনা এক্সপ্রেস, ভাওয়াল গাজীপুর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মশাখালি রেলস্টেশনে মহুয়া এক্সপ্রেস ট্রেন। পরে এগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ