বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ঢাবিতে একটা সময় গোপনে নামাজ পড়তে হতো: আজহারুল ইসলাম বাংলাদেশের জাকাত ব্যবস্থাপনা অনুসরণ করতে চায় মালদ্বীপ হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, প্রতিহত করা হবে: মাওলানা ইউসুফী বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

হিজা*ব পরায় কারখানায় ঢুকতে দেওয়া হয়নি ৫৫ শ্রমিককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আশুলিয়ায় হিজাব পরার অপরাধে একটি তৈরি পোশাক কারখানার ৫৫ শ্রমিককে কারখানার ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা।

গতকাল সকালে আশুলিয়ার ইউনিক এলাকার চায়না মালিকানাধীন ইয়ং জিন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ওই পোশাক কারখানায় কাজ করেন ১২ শতাধিক শ্রমিক। পবিত্র রমজান মাসে কারখানার বেশ কিছু নারী শ্রমিক হিজাব পরে এলে কারখানার ফটক থেকেই নিরাপত্তাকর্মীরা তাদের হিজাব খুলে কারখানায় প্রবেশ করার কথা জানায়।

এর ধারাবাহিকতায় সকালে হিজাব পরিধান করা ৬০ জনের মতো শ্রমিককে কারখানার প্রবেশদ্বারে আটকে দেয় নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

স্বাধীন বাংলা গার্মেন্টস ফেডারেশনের সহসভাপতি আল কামরান ঘটনা নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে কারখানা কর্তৃপক্ষ সুপারভাইজারের মাধ্যমে শ্রমিকদের হিজাব না পরে আাসার জন্য বলে আসছিলেন।

একটি সেকশনের একজন সুপারভাইজার এ বিষয়ে আপত্তি জানালে তার ওপর ক্ষুব্ধ হয় কর্তৃপক্ষ। গতকাল কাজে যোগ দিতে আসা হিজাব পরা ৫৫ শ্রমিকের কারখানায় প্রবেশে বাধা দেয় নিরাপত্তাকর্মীরা। নিরুপায় শ্রমিকরা দীর্ঘক্ষণ কারখানার সামনে দাঁড়িয়ে থাকলে সৃষ্টি হয় উত্তেজনার।

ঘটনাস্থলে ছুটে যান শিল্প পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং তৈরি পোশাক শ্রমিক নেতারা। তবে হিজাব পরে আসার ব্যাপারে কর্তৃপক্ষ তাদের অবস্থানের কথা জানালে ফিরে আসেন তৈরি পোশাক শ্রমিকরা।

অপরদিকে বেতন-বোনাসের দাবিতে সাভারের আক্রান এলাকায় একটি তেরি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ