মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব? লুৎফুজ্জামান বাবরের পেশা ব্যবসা, নগদ টাকা ১৩ কোটি ২১ লাখ উপদেষ্টা আসিফ নজরুলকে শায়খ আহমাদুল্লাহর ধন্যবাদ এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা ‘কলঙ্কিত নির্বাচনের দুঃসহ স্মৃতি মুছতে প্রশাসনের সংস্কার দৃশ্যমান হতে হবে’ গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমাপ্রার্থী মঞ্জু চতুর্থ দিনে বৈধতা পেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের তিন প্রার্থী প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার

সিলেটে গরু-খাসির মাংসের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট মহানগর এলাকায় গরু ও খাসির মাংসের দাম নতুন করে নির্ধারণ করেছে সিটি করপোরেশন (সিসিক)। ব্যবসায়ীদের দাবির মুখে মাংসের নতুন এ দাম নির্ধারণ করা হয়।

সিসিকের নতুন দাম অনুযায়ী, সিলেট মহানগরী এলাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে ৬৫০ টাকা এবং খাসির মাংস বিক্রি হবে ৮৫০ টাকায়।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকে এ দামে মাংস বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

রোজার মাসকে সামনে রেখে গরুর মাংসের কেজি ৬০০ টাকা নির্ধারণ করেছিল সিলেট সিটি করপোরেশন। কিন্তু ব্যবসায়ীরা এ নির্দেশনা উপেক্ষা করে বেশি দামে মাংস বিক্রি করেন। এতে ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমে বিষয়টির সত্যতা খুঁজে পান এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিলে গত ৭ এপ্রিল থেকে সিলেটের সব মাংসের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

মাংস ব্যবসায়ীরা ধর্মঘটে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ ক্রেতাসহ রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। এ অবস্থায় গত ১০ এপ্রিল রাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক হয় মাংস ব্যবসায়ীদের। সভায় দাম বাড়ানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরদিন ১১ ফেব্রুয়ারি থেকে নগরীতে মাংস বিক্রি শুরু করেন তারা।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, সাধারণ মানুষের বিপাকের কথা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সামান্য দাম বাড়িয়েছে সিসিক। তবে ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত নতুন দামের চেয়ে বেশি নিলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ