বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ঢাবিতে একটা সময় গোপনে নামাজ পড়তে হতো: আজহারুল ইসলাম বাংলাদেশের জাকাত ব্যবস্থাপনা অনুসরণ করতে চায় মালদ্বীপ হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, প্রতিহত করা হবে: মাওলানা ইউসুফী বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

শিশুকে ‘যৌন নি*র্যাতন’: পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে ১১ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ওই কনস্টেবলের নাম মোহাম্মদ ইউনুস। গ্রেপ্তার দেখানোর পর রাতেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানায় পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছেলেটির মায়ের দায়ের করা মামলায় ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে। ইউনুস ফেনী মডেল থানার গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বরাতে জানা যায়, ভুক্তভোগী ছেলেটি শহরের একটি দোকানে কাজ করে। গত বছরের ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে শহরের রামপুর এলাকায় বাড়ি ফেরার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে ওই ছেলের গতিরোধ করে ইউনুস। এসময় অবৈধ মালামাল রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

পরে ছেলেটিকে ‘নাইট হোল্ড’ নামের আবাসিক একটি হোটেলে নিয়ে যায় ইউনুস এবং ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন (বলাৎকার)  করে। পরের দিনও একই অভিযোগ তুলে আবার তাকে আটক করে নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে যৌন নির্যাতন (বলাৎকার) করেন করা হয়।

সবশেষ চলতি বছরের ৫ মার্চ ছেলেটিকে নতুন একটি মোবাইল ফোন উপহার দেওয়ার লোভ দেখিয়ে ইউনুস তাকে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে রেখে ইউনুস ছেলেটিকে একাধিকবার যৌন নির্যাতন (বলাৎকার) করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, ঘটনাটি ছেলটির মা জানতে পারলে বৃহস্পতিবার তিনি বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। গ্রেপ্তার ইউনুসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ