বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ঢাবিতে একটা সময় গোপনে নামাজ পড়তে হতো: আজহারুল ইসলাম বাংলাদেশের জাকাত ব্যবস্থাপনা অনুসরণ করতে চায় মালদ্বীপ হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, প্রতিহত করা হবে: মাওলানা ইউসুফী বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

বাংলাবাজারে ‘কওমি মার্কেটে’র উদ্বোধন বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি বইয়ের নিত্য-নৈমত্তিক চাহিদা পূরণে বাংলাবাজারে উদ্বোধন হতে যাচ্ছে ‘কওমি মার্কেট’। আগামী ২০ এপ্রিল (বুধবার) বেলা ২টায় মার্কেট উদ্বোধন কার্যক্রম শুরু হবে। শেষ হবে বিকেল ৪টায়।

এবিষয়ে মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেছেন, এটা অনেক বড় ইতিবাচক বিষয় এবং আমাদের ঘরানার জন্য অবশ্যই একটা সুসংবাদ। লেখালেখি দীনি দাওয়াতের অন্যতম টেকসই মাধ্যম। ৫০ বাংলাবাজার দারুল কিতাবের মালিক মুফতী মুহাম্মদ উবাইদুল্লাহর হাত ধরে বাংলাদেশের মৌলিকধারার উলামায়ে কেরামের এই জগতে পর্দাপন। এটা আরও বর্ণাঢ্য হচ্ছে। আরও প্রসারিত হচ্ছে। এটা ইতিবাচক ও খুবই আনন্দের বিষয়। আমাদের অঙ্গনে যে বিপুল পরিমানে লেখক তৈরি হয়েছে এবং হচ্ছে। তাদের জন্য যেরকম কর্মক্ষেত্র প্রসারিত হওয়ার প্রয়োজন ছিল। সে প্রয়োজন পূরণে এটা একটা নতুন পদক্ষেপ। এটাকে আমি আমাদের জন্য ইতিবাচক ও সাফল্য, অর্জন হিসেবে দেখি।

কওমি মার্কেটের এক দোকান মালিক জানিয়েছেন, মাদরাসার দরসি, গাইরে দরসিসহ অন্যান্য ইসলামি বই পাওয়া যেতো ইসলামী টাওয়ারে। এছাড়াও আশেপাশের মার্কেটে ইসলামি বই পাওয়া যায়। তবে ইসলামী টাওয়ারের মতো স্বতন্ত্র আরেকটি মার্কেটের প্রয়োজন ছিল। ‘কওমি মার্কেট’ সে প্রয়োজন মেটাবে। এখানে থাকবে মিশর, বৈরুত, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত দরসি-গাইরে দরসি এবং অন্যান্য উর্দু, ফার্সি ও বাংলা বইয়ের বিপুল সমাহার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে- মাওলানা ‍মুহাম্মদ আব্দুল মালেক, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা নাসীম আরাফাত, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী।

এ ছাড়া দেশের খ্যাতিমান আলেম, লেখক, সম্পাদক ও প্রকাশকবৃন্দ উপস্থিত থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ