শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাবাজারে ‘কওমি মার্কেটে’র উদ্বোধন বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি বইয়ের নিত্য-নৈমত্তিক চাহিদা পূরণে বাংলাবাজারে উদ্বোধন হতে যাচ্ছে ‘কওমি মার্কেট’। আগামী ২০ এপ্রিল (বুধবার) বেলা ২টায় মার্কেট উদ্বোধন কার্যক্রম শুরু হবে। শেষ হবে বিকেল ৪টায়।

এবিষয়ে মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেছেন, এটা অনেক বড় ইতিবাচক বিষয় এবং আমাদের ঘরানার জন্য অবশ্যই একটা সুসংবাদ। লেখালেখি দীনি দাওয়াতের অন্যতম টেকসই মাধ্যম। ৫০ বাংলাবাজার দারুল কিতাবের মালিক মুফতী মুহাম্মদ উবাইদুল্লাহর হাত ধরে বাংলাদেশের মৌলিকধারার উলামায়ে কেরামের এই জগতে পর্দাপন। এটা আরও বর্ণাঢ্য হচ্ছে। আরও প্রসারিত হচ্ছে। এটা ইতিবাচক ও খুবই আনন্দের বিষয়। আমাদের অঙ্গনে যে বিপুল পরিমানে লেখক তৈরি হয়েছে এবং হচ্ছে। তাদের জন্য যেরকম কর্মক্ষেত্র প্রসারিত হওয়ার প্রয়োজন ছিল। সে প্রয়োজন পূরণে এটা একটা নতুন পদক্ষেপ। এটাকে আমি আমাদের জন্য ইতিবাচক ও সাফল্য, অর্জন হিসেবে দেখি।

কওমি মার্কেটের এক দোকান মালিক জানিয়েছেন, মাদরাসার দরসি, গাইরে দরসিসহ অন্যান্য ইসলামি বই পাওয়া যেতো ইসলামী টাওয়ারে। এছাড়াও আশেপাশের মার্কেটে ইসলামি বই পাওয়া যায়। তবে ইসলামী টাওয়ারের মতো স্বতন্ত্র আরেকটি মার্কেটের প্রয়োজন ছিল। ‘কওমি মার্কেট’ সে প্রয়োজন মেটাবে। এখানে থাকবে মিশর, বৈরুত, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত দরসি-গাইরে দরসি এবং অন্যান্য উর্দু, ফার্সি ও বাংলা বইয়ের বিপুল সমাহার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে- মাওলানা ‍মুহাম্মদ আব্দুল মালেক, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা নাসীম আরাফাত, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী।

এ ছাড়া দেশের খ্যাতিমান আলেম, লেখক, সম্পাদক ও প্রকাশকবৃন্দ উপস্থিত থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ