বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় এক নারী নিহত হয়েছেন এবং স্বামী আহত হয়েছেন।

অপরদিকে রুদ্রনগর গ্রামে ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেওয়া দোকানের প্রাচীর ভেঙে চাপা পড়ে আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ও রুদ্রনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মোমেনা খাতুন (৪০)। তিনি কুড়ুলগাছি গ্রামের আমিনুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় কুড়ুলগাছি গ্রামে মোমেনা খাতুন তার স্বামীকে নিয়ে টিনের তৈরি ছাপরা ঘরে বসে ছিলেন। ঝড়ের এক পর্যায়ে বাড়ির পাশের একটি বড় লিচু গাছ ভেঙে ঘরের চালের ওপর পড়ে। এ সময় লিচু গাছসহ ঘরের চালের নিচে চাপা পড়েন মোমেনা খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার স্বামী আমিনুল হক আহত হন।

অপর দিকে, রুদ্রনগর গ্রামে মাগরিবের নামাজ শেষে ঝড়ের কবলে পড়ে চারজন মুসল্লি রুদ্রনগর গ্রামের স্কুলপাড়ার বকুলের ওষুধের দোকানে আশ্রয় নেন। এসময় প্রচণ্ড বাতাসে দোকানের প্রাচীর ভেঙে চারজনের ওপর পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

আবহাওয়া অধিদফতর চুয়াডাঙ্গার পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, সন্ধ্যার পর প্রায় আধাঘণ্টা বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এসময় বাতাসের বেগ ছিল ৬৪ কিলোমিটার। ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুর কবীর বলেন, ঝড়ের সময় টিনের চালের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীও গুরুতর আহত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ