মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

সিলেটে গরু-ছাগলের মাংস বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক গরু-ছাগলের মাংসের দাম নির্ধারণ করে দেয়ায় আন্দোলনে নেমেছিল মহানগর এলাকার মাংস ব্যবসায়ীরা। দাম প্রত্যাহার না করা হলে মাংস বিক্রি করবেন না বলে জানিয়েছিল তারা।

অবশেষে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে সোমবার আন্দোলন প্রত্যাহার করে মাংস বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে সিলেট মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ীরা মাংস বিক্রি বন্ধ রেখেছিলেন। তাদের দাবি ছিলো মহানগর এলাকায় সিলেট সিটি করপোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা বেঁধে দিয়েছিলো। এর চেয়ে বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। কিন্তু আমরা গরু-ছাগল যে দামে কিনে আনি, তাতে মাংস বিক্রি করে লাভ হয় না। এজন্য সিসিকের বেঁধে দেয়া দামে মাংস বিক্রি করা কঠিন হয়ে পড়ে।

এই ব্যবসায়ী নেতা আরও বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী রোববার রাতে মাংস ব্যবসায়ীদের কথা শুনেছেন। তিনি দাম পুননির্ধারণ করে দেয়ার আশ্বাস দিলে আমরা পুনরায় মাংস বিক্রি শুরু করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ