বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

নাজিরহাট বড় মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা ফয়জুল বারীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

চট্টগ্রাম ফটিকছড়ি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফয়জুল বারী (রায়পুরী হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (১০ এপ্রিল) রোববার সকাল ৮টায় নাজিরহাটের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল৮৫ বছর। আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে মাওলানা মাওলানা আনিসুর রহমান। মৃত্যু সময় তিনি স্ত্রী, ৫সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এ প্রবীণ আলেমদ তর পুরো জীবন ইসলামের খেদমত করে গেছেন। কয়েক যুগ ধরে নাজিরহাট বড় মাদ্রাসা শিক্ষকতার পেশায় নিয়োজিত থেকে জাতিকে আলেম-মুহাদ্দিস ও দ্বীনের দা'য়ী উপহার দিয়েছেন।

তার হাতে গড়া হাজার হাজার ছাত্র দেশ-বিদেশে ইসলামের খেদমতে নিয়োজিত আছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখার জন্য তার বাড়িতে ভীড় জমাই।

আজ রোববার বাদ আছর নাজিরহাট বড় মাদ্রাসার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে মাওলানা ফয়জুল বারীর ইন্তেকালে বড় মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী ও সহকারি পরিচালক মাওলানা হাফেজ ইয়াহইয়া গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জান্নাতুল ফেরদৌসে সুউচ্চ মাকাম কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ