বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

জাতীয় মসজিদের খতিব নিযুক্ত হওয়ায় মুফতি রুহুল আমীনকে আল্লামা মাসঊদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাইআতুল উলয়ার সদস্য, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গার সভাপতি, আল্লামা শামসুল হক ফরিদপুরী (র.) এর সাহেবজাদা মুফতি রুহুল আমীন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

শুক্রবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুফতি রুহুল আমীন একজন দেশ বরেণ্য ও হক্কানী আলেম। তিনি দেশের প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.) এর ছেলে এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশের সদস্য। এমন একজন যোগ্য আলেমকে জাতীয় মসজিদের খতীব নিযুক্ত করায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জাতীয় মসজিদ বায়তুল মোকারমে প্রথম জুমা পড়িয়েছেন নতুন খতিব গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন। তার ইমামতিতে জুমা আদায় করতে করতে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে।

খতিব মুফতি রুহুল আমিন জুমার ইমামতির জন্য বেলা ১১:৩০ মিনিটে  জাতীয় মসজিদে উপস্থিত হন। মসজিদে পৌঁছে প্রথমেই তিনি শুকরিয়ার নামাজ আদায় করেন। এরপর নির্ধারিত সময়ে মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। নামাজ শেষে শুভাকাঙ্ক্ষী ও মুসল্লিদের সঙ্গে সাক্ষাত করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ