শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্তর্জাতিক সহনশীলতা দিবস: সহনশীলতা ছাড়া শান্তি অসম্ভব ‘শিল্প-সাহিত্যেও মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে’ চট্টগ্রাম সমিতি কাতারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খতমে নবুওয়ত মহাসম্মেলনে হাজারো মেহমানকে সতেজতার স্বস্তি দিলো পিসব কাদিয়ানী ইস্যুতে সংসদীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আল্লামা ওবায়দুল্লাহ ফারুক শিক্ষার মাঠে বৈষম্যের দেয়াল, এক পেশার দুই প্রান্তের গল্প খতমে নবুওয়তের দাবিতে একত্রিত উম্মাহ: আহমদীয়া ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি কাদিয়ানী ইস্যুতে রাজনৈতিক মহলের স্পষ্ট অবস্থান চান পীর সাহেব মধুপুরী উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান আহমদীয়াদের অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী

জামিয়াতুল উস্তাযের আরবি ভাষা ও সাহিত্যের প্রথম কো'র্স সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আরবি ভাষাপ্রেমীদের সমাগমের মধ্য দিয়ে সম্পন্ন হলো রাজধানী ঢাকার মুহাম্মাদপুরে অবস্থিত আরবি ভাষার বিশেষায়িত প্রতিষ্ঠান জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারি রাহি.-এর১০ দিনব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স।

গত (২০ মার্চ) শনিবার থেকে শুরু হয়েছিল আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স। শেষ হল আজ (২৯মার্চ) সোমবার।

এবারের কোর্সে বিভিন্ন মাদরাসা থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সে।

প্রসঙ্গত, পবিত্র রমযান উপলক্ষে জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রাহি. ওয়াশপুর (মোহাম্মদপুর) ঢাকা আয়োজন করছে আরবি ভাষা ও সাহিত্য কোর্সের। এখন চলছে কোর্সের রেজিস্ট্রেশন।

০১৯৮০৪৫৬১৮১ নাম্বারে যোগাযোগ করে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর মেসেজ করে ২০০ টাকা বিকাশ করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

জানা যায়, আরবি ভাষা ও সাহিত্য কোর্সটি ১ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত মোট ২০ দিন চলবে। ভর্তি ও খাবার ফি ২২শ টাকা।

এছাড়া জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ. এর ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে আধুনিক আরবি ও মিডিয়া আরবি ভাষার অনলাইন কোর্স।

কোর্সটি শুরু হবে ১ রমজান থেকে চলবে ২০ রমজান পর্যন্ত। ক্লাস অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত। রেজিস্ট্রেশন করতে এখনই যোগাযোগ করুন 01838452237 (বিকাশ), 01784139259 নাম্বারে।

দু’টি কোর্সই পরিচালনা ও দরস দানে থাকবেন মাওলানা শফিকুল ইসলাম ইমদাদী রাহাত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ