শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


নাটোরে চলন্ত পিকনিক বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে স্কুলের পিকনিকের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প চত্বরের নূরে আলম ফিলিং স্টেশন এলাকায় এঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি স্কুলের শিক্ষার্থীরা নাটোরের গ্রিনভ্যালি পার্কে পিকনিক শেষে নিজ এলাকায় ফিরছিল।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সড়কে হঠাৎ বাসে আগুন ধরে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ার সাথে সাথে পুরো বাসে আগুন ধরে যায়।

খবর পেয়ে নাটোরের গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে রাখা সাউন্ড বক্সের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ