শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জে ওলামা-মাশায়েখ  সম্মেলন অনুষ্ঠিত সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি কওমি শিক্ষার্থীদের দেশ-জাতির সেবায় নিয়োজিত করার বিষয়টি কোথায় আটকে আছে? ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আলী রীয়াজসহ সংস্কার কমিশনের সব সদস্যকে গ্রেফতার করতে হবে: মাওলানা ইউসুফী আমরা মওদুদি ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন নতুন বাংলাদেশ গড়তে ইসলামী আদর্শের দিকে ফিরে আসতে হবে: প্রফেসর মুজিবুর রহমান জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে দেশ ও শ্রমিকদের অনিশ্চয়তা থেকে রক্ষা করুন: ইসলামী শ্রমিক আন্দোলন  জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিবে  ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তরের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তারাবি নামাজের ইমাম হিসেবে মালদ্বীপ গেলেন ২ বাংলাদেশি হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল ইসলাম।।

মালদ্বীপ ধর্মমন্ত্রনালয়ের আমন্ত্রণে মাসজিদুল ইজাবাতে পবিত্র মাহে রমাজানে তারাবী নামাজ পড়ানোর উদ্দেশ্যে  মালদ্বীপ পৌঁছেছেন মাওলানা মাহমুদুল হাসান ও হাফেজ মাওলানা মুফতী আহমাদ মাসউদ নামে বাংলাদেশী ২ হাফেজ ।

তারা দু'জন  ২০১৯ সালেও ফুভাহমোলাহ ইসল্যান্ড শহরে অবস্থিত মাসজিদুল ইজাবাতে তারাবীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। এই ২ হাফেজ আপন ভাই।

করোনার কারনে গত দু'বছর তারা সেখানে যেতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মালদ্বীপ সরকার এবারও তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন।

(২৭ মার্চ) রবিবার দুপুরের ফ্লাইটে তারা মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা দেন। বর্তমানে তারা সেখানে মাসজিদুল ইজাবাতে অবস্থান করছেন।

তাদের অভিব্যক্তি জানতে চাইলে তারা বলেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের দুই ভাইকে কুরআনের খাদিম হিসেবে কবুল করেছেন। তার দয়ায় আমরা মালদ্বীপ ধর্মমন্ত্রণালয়ের আমন্ত্রণে এখানে এসেছি। সকলে আমাদের জন্য দুআ করবেন। আমরা যেন সুস্থতার সাথে এই জিম্মাদারি পালন করতে পারি। দেশের সম্মান, আমাদের প্রতিষ্ঠানের সম্মান আর পিতা-মাতার সম্মান রক্ষা করতে পারি।

তারা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন জুগির কান্দি গ্রামের আলহাজ হাফেজ মোহাম্মদ আবুল খায়ের-এর সন্তান।

মালদ্বীপে তারাবি পড়াতে যাওয়া  হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ দারুস সালাম মিরপুর-১, ঢাকা-এর সাবেক শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি মারকাযুল কুরআন ওয়াস্ সুন্নাহ্ আল ইসলামি ঢাকা, দারুস সালাম মিরপুর-১, ঢাকা এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

অপর  হাফেজ মাওলানা মুফতী আহমাদ মাসউদ নারায়ণগঞ্জ ফতুল্লা থানার ভূইগড়স্থ জামিআ দাওয়াতুল কুরআনে মুহাদ্দিস ও পেশ ইমামের দায়িত্ব পালন করে আসছেন। আগামী ৩ মে তারা দেশে ফিরবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ