শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

রামগড়ে সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ দু'জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভাধীন তৈচালাপাড়া রামগড় সড়কে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মা ও শিশু সন্তান সহ ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।

আহতরা হলেন, তানবির (৭) পিতা সালে আহাম্মদ পাতাছড়া রামগড়, রোশনা বেগম (৬০) স্বামী তৈয়ব আলী আধাঁর মানিক ফটিকছড়ি, আজিজ উল্যাহ (১৭) পিতা নুর নবী নাকাপা রামগড় ও মমতাজ বেগম (৬০) হোসেনপুর কুমিল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (২৭মার্চ) রবিবার সন্ধ্যা ৬টার দিকে জালিয়াপাড়া গামী অবৈধ বালু বাহী একটি ট্রাকের সাথে রামগড় গামী রনি-সাকিব এক্সপ্রেস নামে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনাঘটে। এতে  তাছলিমা আক্তার (২৭) স্বামী সালে আহাম্মদ পাতাছড়া ও তাদের শিশু কণ্যা তানহা (১) ঘটনাস্থলে নিহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ সহযোগীতায় লাশ ও আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে প্রেরন করেন। দুর্ঘটনার পরপর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। ট্রাক ড্রাইভারের নাম রাহুল বলে জানা গেছে ।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিব জানান, গুরুতর আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

রামগড় থানা ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ