শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জে ওলামা-মাশায়েখ  সম্মেলন অনুষ্ঠিত সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি কওমি শিক্ষার্থীদের দেশ-জাতির সেবায় নিয়োজিত করার বিষয়টি কোথায় আটকে আছে? ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আলী রীয়াজসহ সংস্কার কমিশনের সব সদস্যকে গ্রেফতার করতে হবে: মাওলানা ইউসুফী আমরা মওদুদি ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন নতুন বাংলাদেশ গড়তে ইসলামী আদর্শের দিকে ফিরে আসতে হবে: প্রফেসর মুজিবুর রহমান জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে দেশ ও শ্রমিকদের অনিশ্চয়তা থেকে রক্ষা করুন: ইসলামী শ্রমিক আন্দোলন  জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিবে  ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তরের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল্লামা নূর হােছাইন কাসেমী রহ.’র ‘জীবন-চিন্তাধারা' শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশের কাজ এগিয়ে চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল্লামা নূর হােছাইন কাসেমী রহ.- এর জীবন-চিন্তাধারা' শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশনার কাজ এগিয়ে চলছে। ২০২১ সাল থেকে এই কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে লেখা আহ্বান করা হয়েছে।

এ বিষয়ে স্মারক গ্রন্থ প্রকাশনা কর্তৃপক্ষ জানিয়েছে, আল্লামা নূর হােছাইন কাসেমী রহ. এর ছাত্র-শিষ্য, ভক্ত, ঘনিষ্টজন, যারা তাকে ভালােবাসেন তথা তার সাথে যেকোনােভাবে যারা সম্পৃক্ত ছিলেন অথবা তার সম্পর্কে যারা জানেন (উলামা-গাইরে উলামা সুধীজন) এমন সকলকে জানানাে যাচ্ছে, হুযুরের বর্ণাঢ্য জীবনের বহুমুখী উজ্জ্বল কর্মযজ্ঞ ও অবদান বর্ণনায় সমৃদ্ধ একটি মানসম্পন্ন স্মারক প্রকাশনার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

আরো বলা হয়েছে, ২০২১ থেকেই এ মহৎ কাজ শুরু হয়েছে। প্রশিদ্ধ ও দক্ষ উলামায়ে কেরাম লেখকদের বেশ কিছু লেখা ইতিমধ্যেই হাতে এসে পৌঁছেছে। যাদের লেখা পেয়েছি তাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।

যারা এখনও লেখা পাঠাননি অথচ লিখতে চান কাসেমী বহ, কে নিয়ে, তারা যথাশীঘ্র লিখে ফেলুন এবং পাঠিয়ে দিন নিচে উল্লেখ করা ই-মেইল ঠিকানায় অথবা হােয়াটসঅ্যাপ নম্বরে।

স্মারক গ্রন্থ প্রকাশনা কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে নিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগ পর্যন্ত দরসিয়্যাতের ব্যস্ততা মুক্ত এই সময়টার মধ্যেই আমরা আপনাদের মূল্যবান লেখা পেতে চাই। লেখার কিছু মৌলিক বিষয়বস্তু নমুনা হিসেবে প্রদত্ত হলাে:

এ ছাড়া আপনি লিখতে পারেন হুযুরের সাথে পরিচয় ও সম্পর্কের সূত্রে আপনার মনে গেঁথে থাকা হারানাে দিনের যেকোনাে স্মৃতিকথা। আপনার/আপনাদের বৈচিত্রময় লেখাগুলাে আমরা যত শীঘ্র হাতে পাবাে তত শীঘ্র স্মারকটি  সূর্যের মুখ দেখবে ইনশাআল্লাহ।

লেখার মৌলিক বিষয়াদী:

১. জীবনীমূলক সংক্ষিপ্ত লেখা।

২. তার ব্যক্তিত্ব, চরিত্র, ইলমিয়্যাত, উন্নত গুনাবলী, তার ত্যাগ, তাঁর অবদান ইত্যাদি দিক নিয়ে আলােকপাত'।

৩. "জীবন ও কর্ম বিষয়ে বিবরণ।

৪, তার বৈশিষ্ট্য, চিন্তাধারা, আদর্শ ইত্যাদি বিষয়ক।

৫. তাদরীসের বৈশিষ্ট্য। ইলমে হাদীসে দক্ষতা/ শাইখুল হাদীসের মসনদে দীর্ঘকাল ।

৬, ফিকরে দারুল উলুম (আহলুস সুন্নাত ওয়াল জামায়াত) প্রতিষ্ঠা।

৭. ইসলামী সিয়াতে তার অগ্রনী ভূমিকা।

৮. হক প্রতিষ্ঠা এবং অন্যায় ও বাতিলের নিরশনে আপােসহীনতা।

৯. তাসাউফ ও সুলুকের জগতে পদচারণা। ১০, স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে তৎপরতা।

১১, তার বিভিন্ন কর্মকান্ডের বিবরণ ও মূল্যায়ণ ।

১২. আদর্শ ছাত্র ও মানুষ গড়ার কারিগর, ছাত্র ও উস্তাদের দরদী অভিভাবক।

১৩, বহুসংখ্যক দীনী শিক্ষা প্রতিষ্ঠান গড়া ও পরিচালনা করা।

১৪, বিশ্বাস এবং আমলে আকাবিরে দারুল উলুম দেওবন্দের নমুনা হওয়া।।

১৫. ওয়াজ-নসীহতে তাঁর চিত্তাকর্ষক বক্তব্য। ১৬. স্মৃতি কথা স্মরণীয় বিষয়।

১৭, তাঁর সম্পর্কে অনুভূতি ও অভিব্যক্তি।
E-Mail: jmbaridhara@gmail.com

Whatsapp: 01849177533

নিবেদনেঃ স্মারক প্রস্তুতি কমিটির পক্ষেমালানা আবু সালেহ; ০১৭১৫১৩৫৯৪৭ মুফতী ক্লাবের কাসেমীঃ ০১৭৪৮০৩৩৩৩১

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ