শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পতাকা হাতে সাইকেল র‍্যালী করলো ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই পতাকা হাতে সাইকেল র‍্যালীর আয়োজন করে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখা।

শাখার সভাপতি মোঃ ইমাম হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় এই পতাকা হাতে সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মোঃ ইমাম হোসাইন বলেন, স্বাধীনতার আজ পঞ্চাশ বছর অতিক্রম করেছি, কিন্তু স্বাধীনতার সেই স্বাদ আমরা এখনো ভোগ করতে পরিনি।যে তিনটি বিষয়কে( সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার)সামনে নিয়ে এদেশের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, তা আজও বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও আজকে মানুষ খাদ্যের জন্য লড়াই করছে, আজকে মধ্যেবিত্ত পরিবারগুলো টিসিবির পন্য ক্রয়ের জন্য লাইনে দাঁড়ায়। মুনাফাখোর ও কাঁলোবাজারীদের কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা,বাজার নিয়ন্ত্রনে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।দেশে কোটিপতির সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু অসহায়, গরীব খেটে-খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এটা কোন স্বাধীন দেশের জন্য ভালো সংবাদ নয়।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ রাজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বনিউল আমিন, অর্থ ও কল্যান সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, মোঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ