সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


মিয়ানমারে অভ্যুত্থান পরবর্তী অভিযানের নির্দেশ দেন জান্তা প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের অভ্যুত্থানের পরদিনই দেশজুড়ে সেনা অভিযানের জন্য বিশেষ নির্দেশ দিয়েছিলেন জান্তা প্রধান মিন অং হ্লাইং-এর নেতৃত্বে গঠিত কমান্ড।

এরফলে নিরস্ত্র জনগণের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বৈধতা পায় সেনারা। ফরটিফাই রাইটস ও ইয়েল ল' স্কুলের এক যৌথ তদন্তের বরাত দিয়ে এসব তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

অভ্যুত্থানের পর থেকে জনগণের প্রাণহানির জন্য এই নেতৃত্বকেই দায়ী করে আসছে মানবাধিকার সংস্থাগুলো। তারা জানায়, ভীতি তৈরি করতে বিক্ষোভকারীদের হত্যার জন্য স্নাইপার নিয়োগ করে সেনাবাহিনী।

এছাড়া, কোনো নিয়ম না মেনে অপরাধ চালিয়ে যাওয়ারও নির্দেশ দেয়া হয় সেনাদের। ফাঁস হওয়া দলিল ও আইনশৃঙ্খলা বাহিনী, সাবেক নিরাপত্তাবাহিনীর সদস্যসহ শতাধিক মানুষের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে প্রায় দুইশ পৃষ্ঠার এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্তকারীরা।

মিয়ানমারের উপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞাসহ অভুত্থানের পর থেকে হত্যা, আটকের মত অপরাধের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ