শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে মো. রেজাউল করিম (৩৭) ও মো. সাবু মিয়া (৩৫) নামের দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মো. রেজাউল হাওলাদার মাটিরাঙ্গার কাঠাল বাগান এলাকার হানিফ হাওলাদারের ছেলে এবং মো. সাবু মিয়া একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো মামলার বরাতে জানান, ২০১৬ সালের ১৭ এপ্রিল মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকায় মো. সাবু মিয়ার বাগান বাড়িতে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। পরে লজ্জায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় ওই কিশোরী। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা একই বছরের ১৭ নভেম্বর মাটিরাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২২ জানুয়ারি মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন টিটো। মামলা চলাকালীন সময়ে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায় দেন।

বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দৃষ্টান্তমূলক এ রায় সমাজের মানুষের কাছে স্মরণীয় হতে থাকবে। এমন বিচারের ফলে কেউ এ ধরনের অপকর্মে লিপ্ত হতে সাহস পাবে না।

এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আলী নুর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ