শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

জাফলংয়ে বনবিভাগের ভূমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।

গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বনবিভাগের ভূমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়েছে। একই সাথে ওই এলাকায় নতুনভাবে জবরদখল করে বনবিভাগের প্রায় ২ হেঃ ভুমি দখলের চেষ্টা করা হয়েছিলো তাদেরকেও উচ্ছেদ করা হয়।

বুধবার (২৩ মার্চ) দুপুর হতে বেলা ৩ টা পর্যন্ত সিলেট জেলার বনবিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন'র নেতৃত্বে চলা এ অভিযানে জাফলং কানাইজুরী ও শান্তিনগর এলাকায় বন বিভাগের জায়গা দখল করে রাখা একটি ক্রাশার মেশিন ও নতুন করে প্রায় ২ হেঃ ভুমি জবরদখলের চেষ্টা করে একটি চক্র জাফলং ছৈলাখেল মৌজার চতুর্থ খন্ডের ১৪৫ দাগ নং-এ কানাইজুরী ও শান্তুিনগর নামক এলাকায় বনবিভাগের ভুমিতে গড়ে উঠা স্টোনক্রাশার মেশিনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময়, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন, জাফলং বন বিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডলসহ ও জাফলং বিটে কর্মরত সকল স্টাফ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন জানান,বন বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা তৌফিকুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় সিলেট বন বিভাগের সারী রেঞ্জের জাফলং বিটের ছৈলাখেল চতুর্থ খন্ড মৌজার শান্তিনগর এলাকার এস এ ১৪৫ দাগের সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপিত একটি ক্রাশার মেশিন উচ্ছেদ করে গুড়িয়ে দিয়ে ২ হেঃ জায়গা উদ্ধার করা হয়, এবং যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে বনায়নের আইনে মামলা প্রক্রিয়াধীন। অচিরেই এ জায়গা সহ আশে পাশের জায়গায় উপযুক্ত প্রজাতির বাগান সৃজন করা হবে বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ