সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার ‘জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে না লাগালে আগামী প্রজন্ম ধিক্কার দেবে’ ফজলুর বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের, সাংগঠনিক শাস্তি দাবি ফজলুর বক্তব্য প্রত্যাহার ও বহিষ্কার চেয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি কেন জাহাজে হজে নেওয়া গেল না, জানালেন ধর্ম উপদেষ্টা ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর ঢাবিতে ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করল শিক্ষার্থীরা ‘স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়’  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

মহিলা মাদরাসা থেকে ডেকে নিয়ে ৩ শিশুকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বরুড়ায় দুই দিনের ব্যবধানে তিন মাদ্রাসা শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার নরিন্দ্র মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার রাতে আলী আকবর নামে একজনকে আসামি করে বরুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আলী আকবর (৫০) ওই মাদ্রাসার পাশের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা মাদ্রাসার আঙিনার পাশে আলী আকবরের ঘর। তিনি  গত রবিবার দুপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন তার মা। এ দিন রাত ৮টায় তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরদিন সোমবার সকালে একই মাদ্রাসার আরও ২ শিক্ষার্থীকে ধর্ষণ করেন ওই যুবক। তিন শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে আলী আকবরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।

এলাকাবাসী জানায়, শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে নামলে ছোট শিশুদের চকলেট, চানাচুর, অথবা নগদ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায় আলী আকবর। পরে ওই শিশু শিক্ষার্থীদের ধর্ষণ করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইলিয়াছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ঘটনায় আমরা চরম হতবাক।

এ বিষয় বরুড়া থানা ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা শুরু করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ