শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

মানিকছড়িতে কাসেমুল উলূম মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাসেমুল উলূম মাদরাসায় হেফজ সমাপনী হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মার্চ) বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে এ দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালক মাওলানা মুহা. আবুল বাশারের সভাপতিত্বে ও মুফতি মুহা. আনোয়ার হোসেনের পরিচালনায় দস্তারবন্দী ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন নানুপুর জামিয়া ওবায়দিয়ার মুহাদ্দিস মুফতি কুতুব উদ্দীন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে এই সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রহিম, উপজেলা যুবলীগ সভাপতি মুহা.সামায়উন ফরাজী সামু, তিনটহরী মহিলা মাদরাসার সাবেক পরিচালক মাওলানা দিদারুল আলম, মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফেজিয়া কওমি মাদরাসার পরিচালক মাওনালা হাফেজ ফজলুল হক, শিক্ষক মাওলানা নূর মুহাম্মদ, মহিসুন্নাহ হাফেজিয়া এবতেদায়ী মাদরাসার পরিচালক মাওলানা ফরিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহা.এমদাদুল হক, তিনটহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম,ইউপি সদস্য মো.হানিফসহ ছাত্রদের অভিভাবক ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুফতি কুতুব উদ্দিন তার আলোচনায় বলেন, মহাগ্রন্থ আল-কুরআন আল্লাহতালার ঐশী বাণী। যারা কুরআনের হাফেজ হয়েছেন তারা মহান আল্লাহর নিকট সর্বোত্তম এবং সম্মানিত ব্যক্তি। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের পিতা-মাতারা অত্যন্ত সৌভাগ্যবান।

তিনি সকলকে আল্লাহর অনুগ্রহ পেতে পবিত্র কুরআনের আদেশ নিষেধ মেনে চলার আহ্বান জানান।

আলোচনা শেষে মাদরাসায় হেফজ সমাপনী ৬জন হাফেজকে পাগড়ী প্রদান করেন প্রধান আলোচকসহ অতিথিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ