বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু মেগাস্টার রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, যা বলছে পুলিশ ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকৃত অন্ধ ও জাহেল কে?: মাওলানা তারেক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

প্রিয় ভাইয়েরা! যে ব্যক্তির দৃষ্টিতে আল্লাহ তায়ালার নূর ভাসে না— সেই হলো প্রকৃত অন্ধ। সবচেয়ে বড় জাহেল।

যে ব্যক্তি আল্লাহ তায়ালার নীরব বার্তাগুলি শুনে না, বুঝে না— সে হলো সবচেয়ে বড় জাহেল। যে ব্যক্তি বাতাসের চিরচির আওয়াজ শুনেও আল্লাহ তায়ালাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল।

যে ব্যক্তি জমিনে বৃষ্টির পানির ফোঁটা পড়া দেখেও আল্লাহ তায়ালাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল। যে ব্যক্তি বিজলির ঝলক দেখেও আল্লাহ তায়ালাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল।

যে ব্যক্তি মেঘমালার গর্জন দেখেও আল্লাহ তায়ালাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল। যে ব্যক্তি পাহাড়ের উঁচু চূড়া দেখেও আল্লাহ তায়ালাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল।

যে ব্যক্তি বুলবুল পাখির সুন্দর আওয়াজ শুনেও আল্লাহ তায়ালাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল। যে ব্যক্তি সাপের ফনা ধরা দেখেও তার সৃষ্টিকর্তা ও মালিককে চিনলো না— সেই হলো সবচেয়ে বড় জাহেল।

যে ব্যক্তি হরিণের মৃগনাভি থেকে মেশকের সুঘ্রাণ দেখেও আল্লাহ তায়ালাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল। যে ব্যক্তি রেশমের পোকার থুথু থেকে রেশমের সুতা প্রস্তুত হতে দেখেও আল্লাহ তায়ালাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল।

যে ব্যক্তি চাটিয়াল ময়দানকে দেখেও নিজের সৃষ্টিকর্তাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল। যে ব্যক্তি পাহাড়ের পর পাহাড় দেখেও নিজের সৃষ্টিকর্তাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল।

যে ব্যক্তি হীরা, জাওহার, মণি—মুক্তা, ইয়াকুত, আকীক এমন আরোসব মূল্যবান পাথরের সুন্দর্য দেখেও নিজের সৃষ্টিকর্তাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল।

যে ব্যক্তি ছিপির ভিতর প্রবেশ করা পানি থেকে মুক্তা প্রস্তুত করা দেখেও নিজের সৃষ্টিকর্তাকে চিনতে পারেনি— সেই হলো সবচেয়ে বড় জাহেল।

সূত্র: মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ