শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

ভোজ্যতেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল খাগড়াছড়ি জেলা শাখা।

আজ (১৪মার্চ) রবিবার দুপুর ১২টায় খাগড়াছড়ি জেলা সদরের গণপূর্ত অফিসের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপিসহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।

জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম (বাদরু),বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,কেন্দ্রীয় কমিটির যুবদলের সহ- সভাপতি (চট্টগ্রাম বিভাগ) মোশাররফ হোসেন দীপ্তী।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় জেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, যুগ্মসাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। চাল-ডাল,ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেসামাল।এই সরকারের সময় শেষ। দেশের মানুষ তাদের অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে ব্যর্থ হলে গণআন্দোলন গড়ে তোলা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ