বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

যেভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হোন: মাওলানা তারেক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

প্রিয় ভাইয়েরা! আজকেই তওবা করে নিন। কারণ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। সুতরাংমা—বাবার অবাধ্য সন্তান কেউ থাকলে— আজই তওবা করে নিন।

নফসের চাহিদায় জীবন পরিচালনাকারী কেউ থাকলে— আজই তওবা করে নিন। বদদীন এবং খেয়ানতকারী কেউ থাকলে— আজই তওবা করে নিন। বেনামাজী কেউ থাকলে— আজই তওবা করে নিন। গালি—গালাজকারী কেউ থাকলে— আজই তওবা করে নিন।

গান—বাজনাকারী কেউ থাকলে— আজই তওবা করে নিন। কুদৃষ্টিকারী কেউ থাকলে— আজই তওবা করে নিন। বড়দেরকে অসম্মানকারী কেউ থাকলে— আজই তওবা করে নিন।

জুলুম—নির্যাতনকারী কেউ থাকলে— আজই তওবা করে নিন। মিথ্যা বলার অভ্যাস কারো থেকে থাকলে— আজই তওবা করে নিন।

পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত না করার অভ্যাস থাকলে— আজই তওবা করে নিন। জুয়া খেলার অভ্যাস থাকলে— আজই তওবা করে নিন।

মদ খাওয়ার অভ্যাস থাকলে— আজই তওবা করে নিন। হারাম খাওয়ার অভ্যাস থাকলে— আজই তওবা করে নিন। জিনা করার অভ্যাস থাকলে— আজই তওবা করে নিন।

চুরি করার অভ্যাস থাকলে— আজই তওবা করে নিন।
মোটকথা, যতো ধরনের অপরাধ আছে জানা মনে সবগুলির জন্য আজই তওবা করে নিন। কারণ, তওবা করা হলো আপনাদের কাজ।

আমার রব আপনাদের পাত্রকে পরিস্কার করে পুনরায় আপনাদের কাছে ফিরিয়ে দিবেন। আপনাদের দায়িত্ব শুধু একবার নিজেদের গুনাহের কথা খেয়াল করে খাঁটি মনে এই কথা বলা যে, আয় রব! আপনি আমাদের তওবাকে কবুল করুন। আমরা আপনার কাছে অতিতের সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি।

প্রিয় ভাইয়েরা! তওবা করার দ্বারা কি আপনারা ফেঁসে যাবেন। না। তওবা করার আগেই তো যা ফেঁসে যাওয়ার ফেঁসে ছিলেন। দুনিয়ার মধ্যে যখন এসেছেন, তখনি তো ফেঁসে গেছেন।

মানুষ বলে থাকে, তওবা করে ফেললে তো ঠিক পথে চলতে হবে— তাই তওবা করা বিলম্ব করছি। আমি বলি, যদি আপনি তওবা করে ফেলেন, তারপর কি হারাম কাজ করা ঠিক হবে বলে আপনার বিবেক বলে?

লোকেরা বলে, দাড়ি রাখলে তো সত্য বলতে হবে। আমি বলি, তাহলে কি দাড়ি ছেচে ফেললে মিথ্যা বলা জায়েজ হয়ে যায়? প্রিয় ভাইয়েরা!হারাম তা সর্বাবস্থায় হারাম। আর যা হালাল তা সর্বাবস্থায় হালাল।

অতএব ভাইয়েরা আসুন! আমরা নিজেরাও তওবা করি। সারা বিশ্ববাসীকে তওবার উপর নিয়ে আসি। নিজের ঘরবাসীকে তওবার উপর নিয়ে আসি। তাহলেই আমাদের মেহনত সফল। আমরাও সফল। আল্লাহ তায়ালা আমাদেরকে আমলের তাওফিক দান করুন। আমীন। সূত্র: মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ