সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নিজ দেশে ফেরার আকুতি, মর্যাদা নিয়ে বাঁচতে চান রোহিঙ্গা শরণার্থীরা ইয়েমেন জুড়ে ত্রিশের অধিক বিমান হামলা, নিহত ৬ জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ‘আওয়ামী লীগের পদে থাকা ডামি এমপি বা মন্ত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছে না?’ দল যে সিদ্ধান্তই নেবে, মেনে নেব: ফজলুর রহমান ভিকারুননিসা'র হিজাববিদ্বেষী শিক্ষিকাকে অবিলম্বে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মবের শিকার দাবি করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফজলুর রহমান হিজাব ও দাড়ি বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিবাদ

প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাঁচ বছরের ওপরের বয়সী স্কুল শিক্ষার্থীদের এবার করোনাভাইরাসের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। এবার পাঁচ বছরের ওপরের বয়সী প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের টিকাদানের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের অনুমোদন পাওয়া মাত্রই কার্যক্রম শুরু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের টিকাদানের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, শিক্ষার্থীদের তালিকা তৈরি হচ্ছে।

প্রাথমিকের শিক্ষার্থীদের টিকাদানের সম্ভাব্য সময় কবে নাগাদ হতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, এটি নির্ভর করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তের ওপর। নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না।

দেশে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ওই বছরের ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ পর্যন্ত সারা দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী এক কোটি ৭০ লাখ ২৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ