সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত ২০ হিজাব ও দাড়ির কারণে শাস্তি, ইসলামী ছাত্রসমাজের নিন্দা নিজ দেশে ফেরার আকুতি, মর্যাদা নিয়ে বাঁচতে চান রোহিঙ্গা শরণার্থীরা ইয়েমেন জুড়ে ত্রিশের অধিক বিমান হামলা, নিহত ৬ জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ‘আওয়ামী লীগের পদে থাকা ডামি এমপি বা মন্ত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছে না?’ দল যে সিদ্ধান্তই নেবে, মেনে নেব: ফজলুর রহমান

‘মানবতার মুক্তির লক্ষ্যে নবীন আলেমদের আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে নবীন আলেমদের আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর ভাটারার আস-সাঈদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, ইসলাম এসেছে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য । আল্লাহ তা’লার পক্ষ হতে দীন বিজয়ের আহবান এভাবেই এসেছে যে, দীনকে অপরাপর সকল মতবাদের উপর বিজয়ী করে দাও। এ আহবানে সাড়া দিয়েই আমরা দীন বিজয়ের আন্দোলনে অবতীর্ণ হয়েছি।

তিনি বলেন, আলেমরাই এদেশের সভ্যতা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক। নবীন আলেমরা দেশে ইসলাম প্রতিষ্ঠায় এবং মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে।

নবীন আলেমদের উদ্দেশ্যে অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, আমাদের বাহ্যিক বেশভূষার সাথে সাথে ভেতরও পরিবর্তন করতে হবে। একমাত্র আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার জন্য দ্বীনের যেকোনো কাজ আঞ্জাম দিতে হবে। ঘুণে ধরা এ সমাজকে কল্যাণকর সমাজে পরিবর্তন করার জন্য আলেমদের বিকল্প নেই। দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে নবীন আলেমদের আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাঈম বিন জামশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের সিনিয়র মুহাদ্দিস আল্লামা হারুন বুখারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার প্রায় দেড় শতাধিক নবীন আলেমকে সংগঠনের নাম সম্বলিত ক্রেস্ট ও আলেম সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নগর সহ-সভাতি মাইদুল হাসান সিয়াম, সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ আব্দুর রহমান ইউসুফ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আমীন শরীফ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আনাস আব্দুল্লাহ, প্রকাশনা ও দফতর সম্পাদক মিযান বিন নাযির, অর্থ ও কল্যাণ সম্পাদক সুহাইল তানভীর, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহফুজুর রহমান নাফিজ,কওমী মাদরাসা সম্পাদক মাহদী হাসান তাছনিম, আলিয়া মাদরাসা সম্পাদক ইমাম হুসাইন হাজারী, স্কুল ও কলেজ সম্পাদক নুরুন্নবী ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ মেসবাহ, কার্যকরী সদস্য মুহাম্মাদ এনামুল হাসান হুরায়রা এবং এইচ এম মোস্তফা হুসাইনসহ থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ