বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬


মহাসড়কে বাস চাপায় মুয়াজ্জিনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জে মহাসড়কে বাস চাপায় রহিজ উদ্দিন সেখ (৬২) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুয়াজ্জিন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামের মৃত ময়দান সেখের ছেলে এবং দুখিয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, সকালে রহিজ উদ্দিন বাড়ি থেকে পায়ে হেঁটে কড্ডার মোড় যাচ্ছিলেন।

সয়দাবাদ এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের মরদেহ উদ্ধারের পর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ