মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত  রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্যসহ ১১ দেশ বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান হিজাব ও দাড়ি নিয়ে বৈষম্য, জড়িতদের শাস্তি দাবি হেফাজতের প্রধান নির্বাচন কমিশনারের আচরণ প্রশ্নবিদ্ধ : পীর সাহেব চরমোনাই ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

বাংলাদেশ সফরে আসছেন মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৭ মার্চ (১৪ শাবান) পাঁচদিনের সফরে বাংলাদেশে আসছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলূম দেওবন্দ এর সদরুল মুদাররিসীন ও মুসলিম পার্সোনাল ল’বোর্ড ইন্ডিয়া-এর ভাইস-চেয়ারম্যান আওলাদে রাসূল মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী ।

১৭ মার্চ বিকেলে তিনি দিল্লি থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণ করবেন।

এদিন জামিয়া আরাবিয়্যা দারুল উলূম নতুনবাগ, রামপুরায় খতমে বুখারী ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ, বাইয়াত বয়ান শেষে মুন্সীগঞ্জে রাত্রিযাপন করবেন।

এছাড়াও তিনি একাধিক মাদরাসায় দোয়ার মাহফিলে অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানান।

মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী তার সফরের ২য় দিন সকালে হেলিকপ্টারযোগে মুন্সীগঞ্জ থেকে যশোর মণিরামপুরে মুফতি মুহাম্মদ ওয়াককাস রহ. প্রতিষ্ঠিত মাদ্রাসা জামেয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসা এবং ওলামা সম্মেলনে অংশ গ্রহণ করবেন।

সেদিন বিকেলেই ঢাকায় ফিরে তেজগাঁও রেলস্টেশন মাদ্রাসা, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় অংশ নেবেন।

সফরের ৩ য় দিনে মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী রহ, সিলেটে মাওলানা নুরুদ্দীন গহরপুরী রহ. প্রতিষ্ঠিত মাদ্রাসা ও হবিগঞ্জে মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. প্রতিষ্ঠিত উমেদনগর মাদ্রাসায় খতমে বুখারীতে অংশগ্রহণ করবেন। এবং সেখানে গ্রামের নতুন মসজিদ উদ্বোধন করবেন।

এদিন বিকেলে  ঢাকা ফিরে এসে খলীফায়ে মাদানী মাওলানা ইদরিস সন্দ্বীপী রহ. প্রতিষ্ঠিত মাদানীনগর মাদ্রাসায় রাত্রিযাপন করবেন।

সফরের ৪র্থ দিনে চট্টগ্রামে যাবেন। সেখানে মরহুম আলহাজ আব্দুর রউফ রহ. এবং খলীফায়ে মাদানী মাওলানা শাহ আহমদ শফী রহ.-এর কবর  যিয়ারত করবেন। সেদিন রাতে ঢাকায় ফিরে বসুন্ধরায় মুফতী জহিরের বাসায় রাত্রিযাপন করবেন।

৫ম ও সফরের শেষ দিন মাওলানা নাজমুল হাসান কাসেমীর মাদ্রাসায় দোয়া শেষে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স-এর দুপুর ১২টার ফ্লাইটযোগে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ