সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

সাইবার হামলার শিকার রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রুশ সংবাদমাধ্যমে সাইবার হামলা করা হয়েছে। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসসহ এই সংবাদমাধ্যমগুলো হ্যাক করে তাতে যুদ্ধবিরোধী বার্তা লিখে দেয়া হয়েছে।

হ্যাক করা সংবাদমাধ্যমগুলোতে লেখা বার্তায় বলা হয়, ‘প্রিয় নাগরিকগণ, আমরা আপনাদের এই উন্মাদনা বন্ধের আবেদন করছি, নিজেদের সন্তান ও স্বামীদের নিশ্চিত মৃত্যুর মুখে পাঠাবেন না। পুতিন আমাদের মিথ্যা বলেছেন এবং আমাদের বিপদের মধ্যে ফেলেছেন।’

বার্তায় বলা হয়, ‘আমরা সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, তেল ও গ্যাস আর বিক্রি হচ্ছে না। কয়েক বছরের মধ্যেই আমাদের অবস্থা উত্তর কোরিয়ার মতো হবে।’

ওই বার্তায় আরো বলা হয়, ‘আমাদের কেন এর (যুদ্ধের) প্রয়োজন? পুতিনকে পাঠ্যপুস্তকে স্থান দেয়ার জন্য? এটি আমাদের যুদ্ধ নয়, তাকে থামান!’

হ্যাকাররা নিজেদের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা রুশ সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: সিএনএন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ