রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আল মানাহিল ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট আমির আলী শাহ বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান আল মানাহিল ফাউন্ডেশন। গৃহহীন মানুষগুলো যাতে তাদের সন্তানদেরকে নিয়ে একটু স্বস্তিতে থাকতে পারে সে জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছে আল মানাহিল ফাউন্ডেশন।

রোববার (২৭ফেব্রুয়ারী) গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান ও আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- আল মানাহিলের সহকারী সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন জমির উদ্দিন, মাওলানা শরিফ উদ্দিন জমির, নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ আলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বলেন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের গৃহ নির্মাণের বৃহৎ প্রকল্পে সকলের সার্বিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। আন্তরিক সহযোগিতা মাধ্যমে আশ্রয়হীন অসহায় মানুষগুলোর ঘর নির্মাণ কাজ দ্রুত সম্পাদন সম্ভব হবে ইনশাআল্লাহ।

প্রবাসী ও বিত্তবানদের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ