মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

‘গত দু-তিনটি নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন আরও কঠিন হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, গত দু-তিনটি নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনে আমাদের আরও কঠিন পরীক্ষা দিতে হবে। গত নির্বাচনে আমরা সহজে জিতেছি। এবার অতটা সহজ হবে না। চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রতিপক্ষকে দুর্বল মনে করবেন না। তারা সব ধরনের শক্তি নিয়ে মোকাবিলা করবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দক্ষ ও যোগ্য নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে। ত্যাগী নেতারা সম্মেলনে জায়গা পাবে। ত্যাগী নেতাদের কোনঠাসা করে রাখা যাবে না। মনে রাখবেন দুঃসময়ের কর্মীরাই দলের বন্ধু। তারাই যেন দলের পদে থাকে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্ব ইজারা দেয় না। যতোদিন কর্মী ও জনগণের আস্থা থাকবে ততদিন নেতৃত্ব দিতে পারবেন। দল করবেন আর নিয়ম মানবেন না সেটা হতে পারে না। অনিয়ম করে দলের মনোনয়ন দেবেন সেদিন চলে গেছে। মানুষের ভালাবাসায় আওয়ামী লীগ টিকে আছে। আধুনিক রাজনৈতিক সংগঠন হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পরিচিতি পেয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

সংগঠনের মধ্যে ছোট-খাট বিরোধ মিটিয়ে দলকে সুসংগঠিত করা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে হাক-ডাক দেয়। কিন্তু আগামী নির্বাচনে তাদের নেতৃত্ব দেবে। বিজয়ী হলে কে হবে প্রধানমন্ত্রী? তাদের দুই নেতাই তো দণ্ডপ্রাপ্ত। নির্বাচন করা বা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদের নেই। বিএনপি অলরেডি নির্বাচনের অযোগ্য হয়ে পড়েছে। দুর্নীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শেখ হাসিনাই আগামী নির্বাচনের বাংলাদেশের জনগণের আস্থা ও ভালসাবার জায়গা। শেখ হাসিনার চেয়ে যোগ্য ও জনপ্রিয় নেতা একজনও নেই। বাংলাদেশের রাজনীতিতে একটি সুসংগঠিত নির্বাচন করার যোগ্যতা আওয়ামী লীগেরই আছে। শেখ হাসিনার মতো সুদক্ষ নেতৃত্ব আওয়ামী লীগে রয়েছে। তার সততা ও যোগ্যতা এবং কর্যক্রমই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আনবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ