বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু মেগাস্টার রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, যা বলছে পুলিশ ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

কবর জগতে তারা যেভাবে আছে: মাওলানা তারেক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

প্রিয় ভাইয়েরা! যদি এখানে কারো নিজস্ব কোন বাদশাহী চলতো, তাহলে কে কাকে বাদশাহী প্রদান করতো? কিন্তু আপনারা কবরস্থানে চলুন। সেখানে গিয়ে দেখুন! অনেক বাদশাহ মাটির সাথে মিশে আছে।

তারা ঘোষণা করতেছে; আমাদেরকে দেখুন! যাদের অন্তর চোখ খোলা আছে, তারা আমাদেরকে দেখুক। আমি এক সময় কারো উপর প্রভাব চালিয়েছিলাম।

রাজত্ব দেখিয়েছিলাম। ক্ষমতা দেখিয়েছিলাম। জোর—দখল করেছিলাম। আর এখন দেখুন! আমি চূর্ণ—বিচূর্ণ হাড্ডি নিয়ে অন্ধকার কবরে একা একা পড়ে আছি। হাড্ডিগুলি ভেঙে চূর্ণ—বিচূর্ণ হয়ে পড়ে আছে। চোখের স্থানে গভির গর্ত হয়ে আছে। নাকের স্থানে গর্ত।

অহংকারের স্থান মাথা, সেটি খালি খুলি। ভিতরে কিছু নেই। খুলি পৃথক পড়ে আছে। ছাঁচ আলাদা পড়ে আছে।

অহংকারে অত্যাচার করার অভিপ্রায়ে অগ্রসর হওয়া আঙ্গুলগুলির পাঞ্জা আলাদা পড়ে আছে। গোড়ালি দিয়ে সামানে অগ্রসর হওয়া পায়ের গোড়ালি আলাদা পড়ে আছে।

অহংকারে উত্তেজিত হয়ে গরিব—অসহায়দেরকে তুচ্ছ—তাচ্ছিল্য করার উদ্দেশ্যে লাথি দাতার রানের হাড্ডিগুলি আলাদা পড়ে আছে। কব্জি আলাদা পড়ে আছে। হাটু আলাদা পড়ে আছে।

অহংকারীর যে পাঁজরে অন্তর ছিলো, সেই অন্তর তো অনেক আগেই টুকরো টুকরো হয়ে শেষ হয়ে গেছে। পাঁজরের পাঞ্জাও ঢিলেঢালা হয়ে পড়ে আছে।

প্রিয় ভাইয়েরা! পোকা—মাকড়ের রাজ্যে এমন অসংখ্য বাদশাহী কবরস্থ হয়েছে। তাদের হাড্ডিগুলি পড়ে আছে। পাঁজরগুলি পড়ে আছে। চোখগুলি পড়ে আছে। অনঢ়গল বলতে থাকা জিহ্বাসহ আরো যা যা আছে, সবগুলি নির্জন ও অন্ধকার কবরে নিথর পড়ে আছে।

সুতরাং বুঝা গেলো, এই সবকিছু হলো, ধোঁকা আর ধোঁকা। মশা—মাছির ডানার চেয়েও তুচ্ছ ও মূল্যহীন।

সূত্র: মাওলানা তরিক জামিলের এর বয়ানের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ