সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

সাংবাদিকদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি চলমান রয়েছে: প্রধান তথ্য কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্যভাণ্ডারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা সাংবাদিকতা করছে তারও একটা পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি চলমান রয়েছে।’

আজ শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা তাদের সমস্যা, সম্ভাবনা ও সুস্থধারার সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

পরে রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্যভাণ্ডারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা সাংবাদিকতা করছে তার পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি চলমান রয়েছে। নির্মাণ হচ্ছে তথ্য কমপ্লেক্স। যা বাস্তবায়ন হলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। তাছাড়া অনলাইন নীতিমালার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। যা বাস্তবায়ন হলে অনেক বিতর্কের অবসান হবে।’

এ সময় সাংবাদিকদের গ্রাচ্যুইটি, পেনশন ও ওয়েজবোর্ড বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন প্রধান তথ্য কর্মকর্তা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ম‌ঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরসহ গণমাধ্যমকর্মীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ