মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা

'জীবনের প্রতিটি ক্ষেত্রে গুনাহ বর্জন করে সুন্নাহ বাস্তবায়ন করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জীবনের প্রতিটি ক্ষেত্রে গুণাহ বর্জন এবং সুন্নাহ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও  হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার প্রিন্সিপাল শাইখুল হাদিস, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) জামিয়া ইসলামিয়া শামছুল উলুম মাহমুদিয়া গোমাইল নরসিংহপুর আশুলিয়া ঢাকার খতমে কুরআন, খতমে বুখারী ও সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, যে সকল গুনাহকে এখন আর গুনাহ মনে করা হয় না যেমন বিভিন্ন মজলিসে বা ব্যাক্তিগত পর্যায়ে অপ্রয়োজনে ছবি ভিডিও ধারণ ও তার প্রচার এখন ব্যাপক হয়ে দাড়িয়েছে, এর থেকে বাঁচতে হবে’।

বুধবার বাদ জোহর মাদরাসার প্রিন্সিপাল মুফতী মাসুম আহমাদ-এর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে উলামা মাশায়েখ ও জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।

সমাপনী হাফেজ কুরআন ও দাওরা ফারেগ ছাত্রদের ভবিষ্যতে করনীয় বর্জনীয়, এবং বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল আলেমদেরকে সচেতনতা সতর্কতা ও দূরদর্শিতার প্রতি বিশেষভাবে উপদেশ দেন আল্লামা মাহমুদুল হাসান।

সাথে রাষ্ট্রের দায়িত্বশীলদের কওমি মাদরাসা, ইসলামি তাহজিব তামাদ্দুন বিষয়ে অহেতুক ধোঁয়াশা তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলেন তিনি।

নিরীহ কোন আলেমকে যেন হয়রানি না করা হয় সে বিষয়ে তাগিদ দেন আল্লামা মাহমুদুল হাসান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ