বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

বইমেলায় মাওলানা এনামুল করীম ইমামের ‘এসো রূপকথার গল্প শুনি’ ও‘ মুসলিমদের পারস্য বিজয়ের ইতিহাস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অমর একুশে বইমেলা ২০২২-এ প্রকাশিত হয়েছে আলেম লেখক মাওলানা এনামুল করীম ইমামের শিশুতোষ গল্পগ্রন্থ ‘এসো রূপকথার গল্প শুনি’ ও ইসলামি ইতিহাস নির্ভর বই ‘মুসলিমদের পারস্য বিজয়ের ইতিহাস’।

এসো রূপকথার গল্প শুনি বইটি প্রকাশ করেছে তারুত তিবইয়ান প্রকাশনী। মুদ্রিত মূল্য ধরা হয়েছে ২২০ টাকা। ‘মুসলিমদের পারস্য বিজয়ের ইতিহা স‘ বইটি প্রকাশ করেছে মুহাম্মদ পাবলিকেশন। এই বইটির মুদ্রিত মূল্য ধরা হয়েছে ৩৮০ টাকা।

‘মুসলিমদের পারস্য বিজয়ের ইতিহাস’ সম্পর্কে বইটির ফ্লাপে লেখা হয়েছে , মুসলমানদের পারস্য বিজয় সম্পর্কে বাংলায় স্বতন্ত্র তেমন কোন বই চোখে পড়েনি। কাজেই এ সম্পর্কে আমাদের জানাশোনা খুবই কম। অথচ এ বিজয় সংঘটিত হয়েছিল মহান সাহাবায়ে কেরামের সময়কালের মধ্যেই। মাওলানা ইসমাইল রাইহানের "মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ" বইতেও এ সম্পর্কে তেমন বিস্তারিত তথ্য নেই।

তাই ইতিহাসের পাঠক হিসেবে পারস্য বিজয় সম্পর্কে বিস্তারিত ইতিহাস জানার আগ্রহ ছিল অনেক দিনের। অবশেষে মুহাম্মদ পাবলিকেশন থেকে এনামুল করীম ইমাম এর লিখনীতে প্রকাশিত হয়েছে "মুসলিমদের পারস্য বিজয়ের ইতিহাস" বইটি।

এসো রূপকথার গল্প শুনি সম্পর্কে বলা হয়েছে, রূপকথার গল্প। কথাটি শুনেই আমরা যা বুঝি—রূপকথার গল্প মানেই রাজা-রানী আর রাজকন্যা, রাজকুমারদের মিথ্যা ও কল্পনাপ্রসূত গল্প। আর সাথে রাক্ষস-ডাইনীর গল্প। রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে যেতে পক্ষিরাজ এ করে রাজ কুমারের আগমন। যে গল্পে নেই কোনো শিক্ষা-নৈতিকতা।

কিন্তু রূপকথার গল্পের মাধ্যমেও যে আমরা ইসলামের নান্দনিকতা শিখতে পারি; তা আমরা ক’জন অনুভব করি! মনেই হয় না এমনটি হতে পারে!

কিন্তু হ্যাঁ, হতে পারে। লেখক খুবই সুন্দর ও সহজ-সাবলীল উপস্থাপনায় সেটিই তুলে ধরেছেন এ বইয়ে। রূপকথার মজাদার গল্পে গল্পে শিখবো ইসলামের নান্দনিকতা-নৈতিকতা।

লেখক মাওলানা এনামুল করিম ইমাম রাজধানীর দারুর রাশাদ মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সাহিত্যচর্চা করে আসছেন ।

‘সুলতান মুহাম্মদ আল ফাতিহ-এর ইস্তাম্বুল বিজয়, অভিযান (কনস্টান্টিনোপল বিজয়) আলিবাবা ও চল্লিশ দুর্নীতিবাজ, প্রাসাদ ষড়যন্ত্র, মোবারকের ঈদসহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে তার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ