শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

রাজধানীর সূত্রাপুরে মাতৃভাষা দিবসে বাংলা শুদ্ধ উচ্চারণের কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দীকী।।

রাজধানীর সূত্রাপুরের বানিয়ানগরের জামিউল উলূম মাদরাসা মিলনায়তনে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বাংলা শুদ্ধ উচ্চারণ -এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৯ টায় মাদরাসার পরিচালক মুফতী মাহদী হাসান-এর সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ কর্মশালা।

দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন চট্টগ্রামের হাটহাজারীস্থ বাংলা শুদ্ধ উচ্চারণ, লেখালিখি ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলাবাড়ি'র পরিচালক মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী ও হাবীব আনওয়ার।

No description available.

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান ইমন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাইদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। আপনার মাদরাসার পড়াশোনার পাশাপাশি বাংলা উচ্চারণ শিখছেন— এতে আমি খুবই খুশি। এভাবে দেশের অন্যান্য বিষয়েও আপনাদের ধারণা রাখতে হবে। আমি সবমসময় আপনাদের সঙ্গে আছি, আপনারাও আমাকে সঙ্গে রাখবেন।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় প্রায় সত্তরজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাদরাসার পরিচালক, মুফতী মাহদী হাসান-এর মুনাজাতের মাধ্যমে রাত ৮টায় দিনব্যাপী কর্মশালা সমাপ্ত করা হয়।

No description available.

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষাপরিচালক মুফতী আল-আমিন, সহকারী শিক্ষাপরিচালক মাওলানা মনজুরুল হাসান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ আব্দুস সোবহান প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ