মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাস্থ্যবিধি মেনে সশরীর ক্লাস শুরু হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস শুরু হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দপ্তরগুলো যথারীতি চালু থাকবে। দপ্তরগুলো আগে মতোই সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় দুই সপ্তাহের জন্য সশরীর ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। পরে ৫ ফেব্রুয়ারি সশরীর ক্লাস বন্ধের সিদ্ধান্ত আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর