বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

দারুল উলূম দেওবন্দ পরিদর্শনে এলেন ভারতীয় দুই সিনিয়র অফিসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার।।

দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন হারিয়ানা রাজ্যের পানিপথের কমিশনার ও ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে সাহারানপুরের নাকুড় এলাকার নির্বাচন পর্যবেক্ষক আইএএস রাম কুমার এবং গাঙ্গুহ এলাকার নির্বাচন পর্যবেক্ষক ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বিভাগীয় কমিশনার আইএএস এম নায়েক।

বুধবার (২ ফেব্রুয়ারি) তারা দারুল উলুম দেওবন্দে পৌঁছালে  মুফতি আবুল কাসিম নোমানী তাদের অভ্যর্থনা জানান।

মেহমানখানায় দীর্ঘ সময় তাদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এসময় তিনি ইংরেজ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী সময়কালে দেশ ও জাতির জন্য দারুল উলুম দেওবন্দের অবদান তুলে ধরেন। বিশেষ করে রেশমি রুমাল আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় কর্মকর্তারা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এছাড়াও প্রতিষ্ঠানের ফতোয়া, শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক বিষয়ের খোঁজ খবর নেন।

রাম কুমার বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, আজ উপস্থিত হতে পেরে খুব খুশী লাগছে’। এম নায়েক বলেন, ‘ছাত্রজীবনেই এই প্রতিষ্ঠান সম্পর্কে পড়েছিলাম। কিন্তু কখনো আসা হয়নি। আজ আসার পর থেকেই আত্মিক প্রশান্তি লাভ করছি’।

পরে উভয়েই প্রতিষ্ঠানের ঐতিহাসিক গ্রন্থগার পরিদর্শন করেন। সেখানে রাখা দুর্লভ বইপত্র দেখে বলেন, ‘আমাদের দেশ ও জাতির জন্য এটা অনেক মূল্যবান একটা জ্ঞানভাণ্ডার’।

পরিদর্শনকালে দুই কর্মকর্তা এশিয়ার অন্যতম সুবিশাল দৃষ্টিনন্দিত মসজিদ-ই-রশিদ ও নবনির্মিত আধুনিক গ্রন্থাগারসহ প্রতিষ্ঠানের ঐতিহাসিক ভবনগুলো পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্র: বাসিরাত অনলাইন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ