বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

দারুল উলূম দেওবন্দ পরিদর্শনে এলেন ভারতীয় দুই সিনিয়র অফিসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার।।

দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন হারিয়ানা রাজ্যের পানিপথের কমিশনার ও ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে সাহারানপুরের নাকুড় এলাকার নির্বাচন পর্যবেক্ষক আইএএস রাম কুমার এবং গাঙ্গুহ এলাকার নির্বাচন পর্যবেক্ষক ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বিভাগীয় কমিশনার আইএএস এম নায়েক।

বুধবার (২ ফেব্রুয়ারি) তারা দারুল উলুম দেওবন্দে পৌঁছালে  মুফতি আবুল কাসিম নোমানী তাদের অভ্যর্থনা জানান।

মেহমানখানায় দীর্ঘ সময় তাদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এসময় তিনি ইংরেজ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী সময়কালে দেশ ও জাতির জন্য দারুল উলুম দেওবন্দের অবদান তুলে ধরেন। বিশেষ করে রেশমি রুমাল আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় কর্মকর্তারা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এছাড়াও প্রতিষ্ঠানের ফতোয়া, শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক বিষয়ের খোঁজ খবর নেন।

রাম কুমার বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, আজ উপস্থিত হতে পেরে খুব খুশী লাগছে’। এম নায়েক বলেন, ‘ছাত্রজীবনেই এই প্রতিষ্ঠান সম্পর্কে পড়েছিলাম। কিন্তু কখনো আসা হয়নি। আজ আসার পর থেকেই আত্মিক প্রশান্তি লাভ করছি’।

পরে উভয়েই প্রতিষ্ঠানের ঐতিহাসিক গ্রন্থগার পরিদর্শন করেন। সেখানে রাখা দুর্লভ বইপত্র দেখে বলেন, ‘আমাদের দেশ ও জাতির জন্য এটা অনেক মূল্যবান একটা জ্ঞানভাণ্ডার’।

পরিদর্শনকালে দুই কর্মকর্তা এশিয়ার অন্যতম সুবিশাল দৃষ্টিনন্দিত মসজিদ-ই-রশিদ ও নবনির্মিত আধুনিক গ্রন্থাগারসহ প্রতিষ্ঠানের ঐতিহাসিক ভবনগুলো পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্র: বাসিরাত অনলাইন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ