বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া রহস্যময় তালেবান নেতা মোল্লা ওমর, যাকে যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ গোপন নথিতে স্ত্রীকে লেখা শায়েখ উসামা বিন লাদেনের চিঠি ও মুসলিম রীতিতে দাফনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল

আদর্শ সমাজ গঠনে কওমি মাদরাসা শিক্ষার অবদান অনস্বীকার্য: মুফতি রশিদুর রহমান ফারুক বরুণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া মারকাজুল উলূম মোহাম্মদপুর, ইসলামপুর (মেজরটিলা), সিলেট-এর ৪৪ তম বার্ষিক মাহফিল গতকাল সকাল ১১টা থেকে মধ্যরাত পার্যন্ত মাদরাসা মাঠে অনুষ্টিত হয়েছে।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির আলোচনায় বরুণার পীর হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফরুক বলেছেন, কওমি মাদরাসায় অধ্যয়ন করে ছাত্ররা মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ হয়ে বিশ্বের আনাচে-কানাচে দ্বীনের কাজ চালিয়ে যাচ্ছে। সমাজের সর্বত্রই আলেম, হাফেজ ও মুফতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

ওয়াজ মাহফিল সম্পর্কে তিনি বলেন- ওয়াজ, নসিহত, বয়ান, খুতবা, তাফসীর মাহফিল, সীরাতুন্নবী (সা.) মাহফিল ইত্যাদি দাওয়াতী কাজের অন্যতম মাধ্যম।

এসব মাহফিলে বক্তা দাওয়াতের ক্ষেত্রে সঠিক আক্বিদায় বিশ্বাসী ইলম ও আমলওয়া ওলামা-বুজুর্গানে কেরামগণকে অগ্রাধিকার দিতে হবে। বক্তাগণ প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা মানুষকে পালনকর্তার পথের দিকে আহবান করবেন।

এসময় আগত আতিথিদের উপস্থিতিতে জামেয়ার ২০২০-২১ শিক্ষাবর্ষে ফরেগ হওয়া হাফেজ ও আলেমদের দস্তারে ফযিলত পাগড়ী প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, দরগাহ মাদরাসার মুহতামমি ও শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, মারকাজুল উলূম মাদরাসার শায়খুল হাদীস হাফিজ মাওলানা মুফতি ওলীউর রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম চৌধুরী, সহ সভাপতি মোঃ অলিউর রহমান, মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুফতি আব্দুল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, জাময়ো মাদানিয়া কাজির বাজার সিলেটের শায়খুল হাদীস হযরত মাওলানা আহমদ আলী, বিশিষ্ট বক্তা হাফিজ মাওলানা হাসান জামিল, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, মাওলানা নজমুদ্দীন কাসেমী, মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ