বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

৪৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে গোয়াইনঘাটে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউজিডিপি ও জাইকার অর্থায়নে ৩য় পর্যায়ে প্রায় ৪৪ লক্ষ টাকার কাজ বাস্তবায়িত হচ্ছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছরে ২২ লক্ষ টাকা ব্যয়ে ডৌবাড়ী উচ্চ বিদ্যালয় ও ফতেপুর ইউনিয়নের চৌগ্রাম উচ্চ বিদ্যালয় এবং আরো ২২ লক্ষ টাকা ব্যয়ে সালুটিকর কলেজ ও তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের নির্মাণ কাজ চলছে। যার কারিগরি সহযোগিতা রয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর।

২৪ জানুয়ারি (সোমবার) ডৌবাড়ী ও ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের নির্মাণ কাজ পরিদর্শন করেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। পরিদর্শনে সাথে ছিলেন, ইউজিডিপি ও জাইকার ইউডিএফ আজিজুর রহমান ও ঠিকাদার অশিদ বাবু।

পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, বিদ্যালয় দু’টির শ্রেণিকক্ষ নির্মাণ কাজ শেষের দিকে এবং কাজের গুণগত মান ভাল।

বাকি আরও দু’টি সালুটিকর কলেজ ও তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কাজ শেষ পর্যায়ে রয়েছে যে কোনদিন পরিদর্শন করার ইচ্ছা পোষণ করেন তিনি।

এলাকার উন্নয়ন ও অগ্রগতি নিয়ে চেয়ারম্যান মুহা. ফারুক আহমদ বলেন, সর্বাগ্রে ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় এলাকার উন্নয়নে আন্তরিক। তার ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতার বিনিময়ে এলাকায় সর্বাঙ্গীণ উন্নয়ন সাধিত হয়েছে। পাশাপাশি ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ও সকল বিভাগীয় কর্মকর্তাদের যাদের সহযোগীতায় গোয়াইনঘাট উপজেলা এ পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ