মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


করোনার বন্ধের অবসরে স্কুল-কলেজ ভার্সিটির ছাত্রদের ফ্রি কোরআন শেখানোর উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: করোনা মহামারী পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধের অবসরে স্কুল-কলেজ ভার্সিটির স্টুডেন্টদের বিনা খরচে সহিহ শুদ্ধ কুরআন শেখানোর উদ্যোগ নিয়েছেন বনানী চেয়ারম্যান বাড়ি মসজিদের ইমাম-খতীব ও জামিয়া ইসলামিয়া শামছুল উলুম মাহমুদিয়া আশুলিয়ার প্রিন্সিপাল মুফতি মাসুম আহমাদ।

রাজধানীর দু’টি পয়েন্টে চলবে এ প্রশিক্ষণ। ১. বনানী চেয়ারম্যান বাড়ি মসজিদ বনানী ঢাকা। ২. জামিয়া ইসলামিয়া শামছুল উলুম মাহমুদিয়া, উত্তর গোমাইল নরসিংহপুর আশুলিয়া ঢাকা।

মুফতি মাসুম আহমাদ জানান, করোনা মহামারী পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ। স্বাস্থ্যবিধি মেনে এই সুযোগকে কাজে লাগিয়ে যদি স্কুল-কলেজ ভার্সিটির স্টুডেন্টদের মাঝে সহিহ শুদ্ধ কুরআন তিলাওয়াত ও বুনিয়াদি দীন শিক্ষার আলো ছড়িয়ে দেয়া যায় তাহলে তো খুবই ভাল হয়। সেসব বিষয়কে মাথায় রেখেই এই আয়োজন। তাছাড়া গত করোনার সময়ও আমরা এই উদ্যোগ নিয়ে বেশকিছু জেনারেল শিক্ষিত ভাইদেরকে কোরআন শেখাতে সক্ষম হয়েছিলাম।

বিশেষ এই কোরআন প্রশিক্ষণ সম্পর্কে  জানতে ও অংশ নিতে যোগাযোগ করতে পারেন ০১৭১১৯৪৬৪৬৩ নাম্বারে।

-কেএল


সম্পর্কিত খবর