বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ইমরান খানের প্রস্তাবের বিষয়ে যা বললেন সাবেক আফগান প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তান দক্ষ জনবলের অভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।

এমন খবর জানার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে পাকিস্তানের দক্ষ জনবল পাঠানোর নির্দেশ দেন।

এই প্রস্তাবের জন্য আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিজ কারজাই ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু তিনি সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের জনবল তাদের লাগবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এ নির্দেশকে ভালোভাবে নেননি সাধারণ আফগানরা। তারা এর তীব্র প্রতিবাদ জানায়। এমনকি তালেবানের অনেক সদস্যও ইমরান খানের প্রস্তাবটিকে পছন্দ করেননি। এবার সাবেক প্রেসিডেন্ট হামিজ কারজাই ইমরান খানের প্রস্তাবের বিষয়ে মুখ খুলেছেন।

ইমরান খানকে জবাব দিতে এক বিবৃতিতে এ বিষয়ে হামিদ কারজাই জানান, আফগানিস্তানে দক্ষ জনবল বিশেষ করে পাকিস্তানের দক্ষ জনবল পাঠানোর যে প্রস্তাব ইমরান খান দিয়েছেন, এটিকে স্বাগত জানিয়েছেন হামিদ কারজাই। কিন্তু এমন জনবলের কোনো প্রয়োজন নেই।

হামিদ কারজাই জানিয়েছেন, আফগানিস্তানের অনেক ছেলে ও মেয়ে দেশটির বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। তারাই আফগানিস্তানের প্রয়োজনে কাজ করতে পারবেন।

সূত্র: দ্য খামা প্রেস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ